মঙ্গলবার,২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


১৮ জানুয়ারি অস্ত্র মামলা রায়: সালমানের জেলও হতে পারে


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০১.২০১৭

48021_salman
পূর্বাশা ডেস্ক:
সালমানের বেআইনি অস্ত্র মামলার রায় ঘোষণার তারিখ আগামী ১৮ জানুয়ারি নির্ধারণ করেছে ভারতীয় আদালত। গতকাল সোমবার উভর পক্ষের যুক্তি তর্ক শেষে যোধপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ দিন ধার্য করেন।
তবে এই বেআইনি অস্ত্র মামলায় ৭ বছরের কারাদণ্ড হতে পারে বলে গুজব শোনা যাচ্ছে, আর এ খবর প্রকাশ করেছে বেশ কয়েকটি ভারতীয় মিডিয়া।
১৯৯৮ সালের অক্টোবরে রাজস্থানের যোধপুরের কঙ্কনি গ্রামে লাইসেন্সের মেয়াদ শেষ হওয়া বেআইনি অস্ত্র ব্যবহার করে বিরল কৃষ্ণসার হরিণ হত্যা এবং অস্ত্র রাখার দায়ে সালমানের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। অস্ত্র মামলার ২৫ ও ২৭ ধারায় বন বিভাগের পক্ষ থেকে মামলাটি দায়ের করা হয়। দোষী প্রমাণিত হলে সাত বছরের কারাদণ্ড হতে পারে সালমানের।
তবে বরাবরই এই অভিযোগ অস্বীকার করেছেন সালমান। তবে এরইমধ্যে এ মামলায় দু’দফায় জেল খাটতে হয়েছিল সল্লু মিয়াকে।


এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি