শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


অফিস ভাড়ার নামে প্রগতি লাইফের টাকা নয়ছয়


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০১.২০১৭

progoti-420170111123154
নিজস্ব প্রতিবেদক:
রাজস্ব ফাঁকি, কমিশনে অনিয়ম, হিসাবে গরমিল, সম্মেলনের নামে আর্থিক অনিয়ম, পরিচালকদের অনৈতিক সুবিধা, এজেন্ট ও এমপ্লয়ার অব এজেন্ট প্রশিক্ষণ ব্যয়ে অনিয়মসহ নানাবিধ অনিয়মে জড়িয়ে পড়ার অভিযোগ রয়েছে জীবন বীমা কোম্পানি প্রগতি লাইফের বিরুদ্ধে। এসব অনিয়মের কারণে কোম্পানির আর্থিক অবস্থা দুর্বল হয়ে পড়ছে এবং ক্ষতিগ্রস্ত হচ্ছেন গ্রাহকরা। এতে একদিকে হচ্ছে আইন লঙ্ঘন, অন্যদিকে মানি লন্ডারিংয়ের আশঙ্কা। প্রতিষ্ঠানটির এসব অনিয়মের তথ্য নিয়ে জাগো নিউজের সাত পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ থাকছে চতুর্থ পর্ব।

অফিস ভাড়া খাতে অস্বাভাবিক অর্থ ব্যয় করেছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স। মাঠ পর্যায় এবং প্রধান কার্যালয়ের অফিস ভাড়ার আগের বছরের অগ্রিম সমন্বয় শেষ হওয়ার আগেই নতুন করে দেয়া হয়েছে অগ্রিম।

অফিস ভাড়া খাতে অস্বাভাবিক অর্থ ব্যয় এবং নিয়মবহির্ভূত অগ্রিম দেয়া বীমা আইন ২০১০ এর ২৬ (২) ধারা পরিপন্থী। এতে প্রতিষ্ঠানটির নগদ-প্রবাহে নেতিবাচক প্রভাব পড়বে এবং গ্রাহকদের স্বার্থ ক্ষুণ্ন হবে। সেই সঙ্গে আর্থিক অনিয়মের সম্ভাবনা রয়েছে বলে মনে করছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

আইডিআরএ’র বিশেষ নিরীক্ষায় উঠে এসেছে, প্রগতি লাইফ ২০১২ সালে অফিস ভাড়া খাতে ৫ কোটি ৮০ লাখ ৯০ হাজার ৮৭১ টাকা, ২০১৩ সালে ৫ কোটি ২৭ লাখ ৯১ হাজার ৪৬৯ এবং ২০১৪ সালে ৫ কোটি ৫৭ লাখ ১৮ হাজার ৪০৫ টাকা ব্যয় করেছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি