শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


একাধিক মামলার আসামী বাচ্চু বাহিনীর কাছে জিম্মি বরুড়ার শাকপুর ইউনিয়নবাসী


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০১.২০১৭

borora-shakpor-bacchu-pic

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার বরুড়া উপজেলার শাকপুর ইউনিয়নবাসী জিম্মি হয়ে পড়েছে সন্ত্রাসী চাদাবাজ ও ইয়াবা ব্যবসায়ী একাধিক মামলার আসামী সন্ত্রাসী বাচ্চু তার সহযোগী সুমান, কামাল এর কাছে। চাদাঁবাজি, জমি দখল, ইয়াবা ব্যবসা ও চোরাই মটর সাইকেল কেনাবেচাসহ একাধিক মামলা ও জিডি রয়েছে সন্ত্রাসী বাচ্চুর বিরুদ্ধে। শাকপুরসহ এর আশেপাশের ইউনিয়নে ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছে সন্ত্রাসী বাচ্চু ও তার বাহিনী।
জানাযায়, কুমিল্লার বরুড়া উপজেলার শাকপুর ইউনিয়নের শাকপুর গ্রামের মৃত আলী মিয়ার ছেলে বাচ্চু দীর্ঘদিন ধরে শাকপুর ইউনিয়নে জোরপূর্বক অন্যের জমি দখল, চাঁদাবাজি, ইয়াবা ব্যবসা ও চোরাই মটর সাইকেলের কেনাবেচার ব্যবসা করে আসছে। এঘটনায় তার বিরুদ্ধে পুলিশসহ ভুক্তভোগীরা বাদী হয়ে একাধিক মামলা দায়ের করে। সে কিছুদিন পর পর জেল খেটে জেল থেকে বের হয়ে পূনরায় তার অপকর্ম শুরু করে। এসব অপকর্মের প্রতিবাদ করে তার হামলা থেকে রেহাই পায়নি গ্রাম পুলিশ, স্থানীয় মেম্বার ও ইউনিয়ন চেয়ারম্যান পর্যন্ত। মারধর ও কুপিয়ে আহত করেছে গ্রাম পুলিশ, স্থানীয় মেম্বার ও ইউনিয়ন চেয়ারম্যানকে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়।
ইয়াবা বাচ্চুর বিরুদ্ধে দায়ের করা বিভিন্ন মামলা থেকে জানাযায়, চোরাই হোন্ডা বেচাকেনার অভিযোগে তৎসময়ের বরুড়া থানার এএসআই মো: জাহের মোল্লা বাদী হয়ে বরুড়া থানায় মামলা দায়ের করেন। যার নং-১৩ তাং ১৭-০৯-২০১৩ইং।
বরুড়ার শাকপুরের নতুনবাজারে অন্যের জমি ভূমি দখল করে জোরপূর্বক ঘর নির্মান করায় গত ২০১৩ সালের ৩ ফেব্রয়ারী বরুড়া থানায় জিডি করা হয় যার নং-৯০ তাং ০৩-০২-২০১৩ যা পরবর্তীতে এফআইআর করা হয় যার নং-৩৫/১৩ তাং-০৭-০৫-১৩ইং। সরকারী চাল বরাদ্ধ দেওয়ার নাম করে কাঞ্চন বিবি নামে এক অসহায় মহিলার ছবি ও স্বাক্ষর জাল করে জমি দখল করে নেয়। পরে ওই মহিলা বাদী হয়ে বরুড়া থানার সহকারী জজ আদালতে দেওয়ানী মামলা দায়ের করেন। যার নং-০৪/২০১৪ ইং। চাঁদা না পেয়ে নতুনবাজারে এক তরকারী ব্যবসায়ীকে মেরে ফেলার হুমকি প্রদান করে সন্ত্রাসী বাচ্চু বাহিনী। যার ফলে তরকারী ব্যবসায়ী সফিক বরুড়া থানায় জিডি করেন। জিডি নং- ২৫৪ তাং- ০৬-০৮-২০১৬ইং।
এদিকে সন্ত্রাসী বাচ্চুর বিরুদ্ধে ভুক্তভোগী ও শাকপুর ব্যাবসায়ীরা অভিযোগ করে জানায়, সন্ত্রাসী বাচ্চু বাহিনী শাকপুর মৃত ইয়াছিন মিয়ার ছেলের কাছ থেকে তিন লক্ষ টাকা চাঁদা দাবী করে। সে ভূয়া কাগজপত্র তৈরী করে বাচ্চু তার ভাইয়ের জমি প্রবাসী দুলাল মিয়ার নিকট বায়না সূত্রে বিক্রি করে। ভূয়া প্রমানিত হওয়ার পরও দুলালের টাকা ফেরতে দেয়নি বাচ্চু এবং দুলালের ক্রয়কৃত দোকান ভিটি জোর করে দখল করে নেয় বাচ্চু ও তার বাহিনী। বাচ্চুর বিরুদ্ধে বিভিন্ন মানুষের জমি দখল করার অভিযোগ রয়েছে।
তাছাড়া শাকপুর বাজারের ব্যবসায়ী গাজী মালেক, আবুল কালাম, শফিকুল, বেকী কামালসহ অনেক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবী করে না পেয়ে সন্ত্রাসী বাচ্চু মারধর ও শারীরিকভাবে লাঞ্ছিত করে ও হত্যার হুমকি দেয়। তার বিরুদ্ধে এলাকার একটি দর্জি দোকানে বসে ইয়াবা ব্যবসা ও এমরান, জাফর এর মাধ্যমে ইয়াবা খুচরা বিক্রি করা এবং অন্যান্য মাদক সেবনের অভিযোগ রয়েছে। ব্যবসায়ী আবুল খায়ের প্রতিবাদ করায় তাকে গুলি করে মেরে ফেলার হুমকি দেয়। অবৈধভাবে নিজেকে বাজার কমিটির সভাপতি দাবী করে বাজারের সকল ব্যবসায়ীকে জিম্মি করে রেখেছে সন্ত্রাসী বাচ্চু। বাজারের বিভিন্ন ব্যবসায়ী তার নিকট অনেক বকেয়া পাওনা রয়েছে। বাচ্চু টাকা পরিশোধ না করে দিনের পর দিন বাকি নিচ্ছে। শাকপুর বাজারের উত্তরে সন্ত্রাসী বাচ্চুর জুয়ার আড্ডা ও মাদক সেবনের আস্তানা, মাছের প্রজেক্ট থেকে ইয়াবাসহ তার সহযোগী মহনকে আটক করে র‌্যাব। স্থানীয়রা জানায়, শাকপুর কামলা বাড়ীর পাকা রাস্তা হতে শাকপুর কার্জ্জন খালের ব্রীজ পযর্šÍ ২ কিমি. রাস্তার পাশের শত শত সরকারী গাছ কেটে নিয়ে যায় সন্ত্রাসী বাচ্চু ও তার বাহিনী।
সন্ত্রাসী বাচ্চুর বিভিন্ন অপকর্মের প্রতিবাদ করায় স্থানীয় শাকপুর ইউনিয়ন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মমতাজ উদ্দিনকে মেরে ফেলার হুমকি ধমকি দেয়ার অভিযোগ রয়েছে। এরই পেক্ষিতে পূর্ব পরিকল্পনা অনুযায়ী সন্ত্রাসী বাচ্চু গত ২ জানুয়ারী শাকপুর বাজার থেকে বাড়ীতে যাওয়ার সময় একটি দোকানের সামনে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও তার ভাই আব্দুল ওহাবকে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ভর্তি করে। এ ঘটনায় বরুড়া থানায় মামলা দায়ের করা হয়। মামলা নং-০২ তাং ০২-০১-২০১৭ইং। থানায় মামলা দায়ের করায় সন্ত্রাসী বাচ্চু ক্ষিপ্ত হয়ে গত ৬ জানুয়ারী চেয়ারম্যান মমতাজ এর বাড়িতে গিয়ে চেয়ারম্যানকে মৃত্যুর হুমকি ধমকি প্রদান করে। এবং শাকপুর নতুন বাজারে এসে চেয়ারম্যানকে অকথ্য ভাষায় গালি গালাজ করলে গ্রাম্য পুলিশ ধাওয়া করলে দেশীয় অস্ত্র দিয়ে গ্রাম্য পুলিশকে আহত করে বাচ্চু বাহিনী পরে স্থানীয় জনগণ সন্ত্রাসী বাচুকে দেশীয় অস্ত্রসহ হাতে নাতে ধরে থানা পুলিশে সোর্পদ করে।
স্থানীরা জানায়, বরুড়ার আতংক শেখ ফরিদ ডাকাত মারা যাওয়ার পর তার অন্যতম সহযোগী সন্ত্রাসী বাচ্চু ওই ডাকাত বাহিনীর সদস্যদের নিয়ে পুরো শাকপুরসহ এর আশেপাশের ইউনিয়নে ত্রাসের রাজত্ব কায়েম করছে। তার ভয়ে সহজে কেউ মুখ খুলেনা। সন্ত্রাসী বাচ্চু বাহিনীর হাত থেকে মুক্তি পেতে ও তার দূষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুমিল্লার পুলিশ সুপার ও বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সংশিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন শাকপুর ইউনিয়নবাসী।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি