মঙ্গলবার,২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্মদাত্রী ১০৫ বছরে থামলেন


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০১.২০১৭

273985_1
ডেস্ক রিপোর্টঃ

১৯৩৯ সালে পোল্যান্ডে সংবাদপত্র ডেইলি টেলিগ্রাফের ফরেন করসপনডেন্ট হিসেবে ছিলেন তিনি৷ নিছক কৌতূহল বসেই এক কূটনীতিকের গাড়ি চালিয়ে ঢুকে পড়েছিলেন জার্মানির নাৎসি অধ্যুষিত অঞ্চলে৷ ঢুকে চক্ষুচড়ক গাছ৷ এলাকা ভর্তি ট্যাঙ্ক, সেনার গাড়ি ও আরও অস্ত্রশস্ত্র৷আন্দাজ করেন হামলা চালাতে পারে জার্মান নাৎসি বাহিনী৷সঙ্গে সঙ্গে সেই খবর জানান অফিসে৷ফোন করেন এক ব্রিটিশ কূটনীতিবিদকেও৷ এরপরেই শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ৷ আর সেই খবর প্রথম বিশ্বের সামনে এনে অমর হয়ে যান সাংবাদিক ক্লরে হলিংওর্থ৷

মঙ্গলবার হংকং-য়ে শেষ নিশ্বাস ত্যাগ করলেন প্রখ্যাত সাংবাদিক ক্লরে হেলিংওর্থ৷মৃত্যুকালে বয়স হয়েছিল ১০৫ বছর৷ মঙ্গলবার ফেসবুকে সেই খবর প্রথম জানায় সেলিব্রেটিং ক্লরে হলিংওর্থ গ্রুপের মখোপাত্র৷ পরে তা নিশ্চিত করে ফরেন করসপনডেন্ট ক্লাব অফ হংকং৷ তবে কোথায় এই স্বনামধন্য সাংবাদিকের শেষকৃত্য সম্পন্ন হবে সেই বিষয়ে কিছু জানান হয়নি৷ক্লরে হেলিংওর্থের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ডেইলি টেলিগ্রাফের সম্পাদক ক্রিস ইভানসও৷



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি