শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


নগদ সহায়তা ১০০০ কোটি টাকা বাড়ছে গার্মেন্ট মালিকদের


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০১.২০১৭

11367
ডেস্ক রিপোর্টঃ

এ বছর গার্মেন্ট মালিকদের জন্য দেওয়া সরকারের নগদ অর্থ সহায়তা (প্রণোদনা) ১০০০ কোটি টাকা বাড়ছে। গতবছর তৈরি পোশাক রফতানির বিপরীতে মালিকরা নগদ সহায়তা পেয়েছিল ৩,৫০০ কোটি টাকা। এ বছর রফতানীর বিপরীতে বরাদ্দ রাখা হয়েছে সাড়ে ৪ হাজার কোটি টাকা। গতবছরের চেয়ে ২৮ দশমিক ৫৭ শতাংশ।

তৈরি পোশাক রফতানিকে উৎসায়িত করতে সরকার প্রতিবছর নগদ সহায়তা দিয়ে থাকে। এ জন্য একটি নীতিমালাও রয়েছে। প্রতিবছর নির্দিষ্ট পরিমাণ অর্থ বরাদ্দ করে সরকার। রফতানিকারকরা তৈরি পোশাক রফতানি করলেই এই নদ প্রণোদানা পেয়ে থাকে। নীতিমালার আলোকে বাংলাদেশ ব্যাংকে বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে এই অর্র্থ বিতরণ করে থাকে। তথ্য অনুযাযী ২০১৪-১৫ সালে বিরতণ করা হয়েছিল ৪০০০ কোটি টাকা; ২০১৫-১৬ অর্থবছরে বিতরণ করা হয়েছিল ৩৫০০ কোটি টাকা। এবং চলতি বছরের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৪৫০০ কোটি টাকা। চলতি ২০১৬-১৭ অর্থবছরে রফতানির বিপরীতে প্রায় ২,০০০ কোটি টাকা ইতোমধ্যে বিতরণ করা হয়েছে। বাকী টাকা অর্থবছরের বাকী ছয় মাসে বিতরণ সম্পন্ন করা হবে।

এ ব্যাপারে জানতে চাওয়া হলে তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সহসভাপতি মো. নাসির বলেন, নতুন বাজারে তৈরি পোশাক রফতানি যে বছর কম হয় সে বছর প্রণোদনা কমে যায়। এ বছর নতুন বাজারে তৈরি পোশাক রফতানির হার বাড়বে বলে মনে করছে উদ্যোক্তারা।

বাংলাদেশ ব্যাংকের মূদ্রানীতি বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী রফতানিমুখী দেশীয় বস্ত্রখাতে শুল্ক ও ডিউটি ড্র-ব্যাক এর পরিবর্তে বিকল্প নগদ সহায়তা ৪ শতাংশ; বস্ত্র খাতের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অতিরিক্ত সুবিধা বাবদ ৪ শতাংশ, ইউরো অঞ্চলে বস্ত্রখাতে ও রফতানিকারকদের জন্য অতিরিক্ত ৪ শতাংশসহ মোট ৬ শতাংশ; নতুন বাজারে পণ্য রফতানি বাবদ ৩ শতাংশ নগদ সহায়ততা দেওয়া হয়। ভিন্ন ভিন্ন পাটজাত দ্রব্য রফতানিতে যথাক্রমে ২০ শতাংশ, ৭.৫০ শতাংশ এবং ৫ শতাংশ প্রণোদনা প্রদান করা হয়ে থাকে। এ সব পণ্য রফতানির সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকের কাছে থেকে এ সব প্রণোদনা তুলে নেয় রফতানি কারকরা। ওই ব্যাংক পরে বাংলাদেশ ব্যাংক থেকে এ সব প্রণোদনা তুলে নেয়।

চলতি বছর থেকে কোন তৈরি পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান ৩.৫ মিলিয়ন মার্কিন ডলারের সমপরিমান পোশাক রফতানি করবে সে সকল প্রতিষ্ঠানই এ ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকে। মূলত দেশে কর্মসংস্থান ও বৈদেশিক মূদ্রা আহরোনকে উৎসায়িত করতেই সরকার এ ধরনের সুযোগ-সুবিধা দিয়ে থাকে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি