বুধবার,২২শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ভ্রমণের ক্ষেত্রে শীর্ষ স্থানে কানাডা


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০১.২০১৭

1484211481
পূর্বাশা ডেস্ক:
বিশ্বের প্রায় সকল জরিপে সেরা হিসেবে সব সময় কানাডার স্থান থাকে শীর্ষে। এবার ভ্রমণের জন্য শীর্ষ স্থান অর্জন করলো কানাডা।
আমেরিকান প্রভাবশালী সংবাদমাধ্যম ‘নিউইয়র্ক টাইমস’এর বছরের প্রথম সংখ্যায় ভ্রমণের তালিকায় ২০১৭ সালে আকর্ষণীয় ৫২টি স্থানের মধ্যে সেরা দেশ নির্বাচিত হয়েছে কানাডা।
বহুজাতিক মানুষের এই দেশটি প্রাকৃতিক বিস্ময়ের ভান্ডার। সারা দশ জুড়ে  প্রায় ২০০টিরও বেশি ন্যাশনাল পার্ক এবং প্রতিটি প্রভিন্সেই রয়েছে ঐতিহাসিক স্থান। যা বিনামূল্যে প্রবেশের সুযোগ রয়েছে। অষ্টম আশ্চার্য নায়গ্রা জলপ্রপাত ছাড়াও রয়েছে ভূস্বর্গ বলে খ্যাত ভ্যাংকুভার। রয়েছে ৩৭৫ বছরের পুরনো শহর মন্ট্রিল।
চলতি বছর কানাডা পালন করতে যাচ্ছে ১৫০ তম জন্মবার্ষিকী।


এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি