শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


২০ উপজেলায় এখনো পৌঁছায় নি প্রাথমিকের বই


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০১.২০১৭

book-550x367
পূর্বাশা ডেস্ক:

বছরের শুরুতে সরাদেশে কোমলমতী শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছানোর কথা থাকলেও নোয়াখালী, চট্টগ্রাম ও লক্ষীপুরের ২০টি উপজেলায় প্রাথমিকের বই এখনো পৌঁছায় নি। সরবরাহকারী প্রতিষ্ঠান ‘সরকার গ্রুপ’ আর ‘শীর্ষাসাই’য়ের ব্যর্থতার মাসুল গুনতে হচ্ছে কয়েক হাজার শীক্ষার্থীকে। সংকট ধামাচাঁপা দিতে আপদকালীন মজুদ থেকে একটি করে বই দিয়ে স্কুলগুলোকে শান্ত রাখার চেষ্টা চলছে।

যেসময় নতুন বই ও নতুন ক্লাসের আমেজে কোমলমতী শিক্ষার্থীদের হইহুল্লোড়ে মেতে থাকার কথা সেখানে শ্রেণি কক্ষ যেন রূপান্তরিত হয়েছে বিরাণভূমে। বই নেই, ক্লাসে শিক্ষার্থীও হাতেগোনা। এতে বিপাকে পড়েছেন শিক্ষকরা। তারা বছলেন, শিক্ষার্থীরা বই না পাওয়ার ফলে তারা স্কুলমুখী হচ্ছে না।

বিভিন্ন স্কুলের কর্তাব্যক্তিরা প্রতিদিনই যোগাযোগ করছেন শিক্ষা অফিসে। ফিরতে হচ্ছে অনিশ্চিত আশ্বাস নিয়ে। ফিরে এসে একই আশ্বাস শোনাচ্ছেন অভিভাবকদের। অভিভাবকরা বলছেন, এই অনিশ্চয়তায় কোমলমতী শিক্ষার্থীদের পড়াশোনার ব্যঘাত ঘটছে।

নোয়াখালী, লক্ষীপুর ও চট্টগ্রামের উপজেলাগুলোয় বই সরবরাহের কাজ দেয়া হয় সরকার গ্রুপ ও ভারতীয় প্রতিষ্ঠান শীর্ষাসাইয়কে। তারাই সময়মতো বই ছাঁপাতে পারে নি। তাই আটকে গেছে সরবরাহ। এমন অবস্থায় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার দাবি, শিগগিরই আসছে বই।

একদিকে ভুলে ভরা বই, অন্যদিকে ৩০টি উপজেলায় বই’ই পৌঁছায় নি। এর জন্য দায়ি সরবরাহকারী দুইটি প্রতিষ্ঠান। যে জন্য সরকারও বিব্রত। তবে মাঝখানে ক্ষতিটা যাদের, তারা কোমলমতী শিশু। কারণ, নতুন বই হাতে পেয়ে বই পড়ার প্রতি যে আগ্রহ তৈরি হয় সেটাই হারিয়ে ফেলেছে তারা। এখন অভিভাবক শিক্ষার্থী এবং শিক্ষক সবারই দাবি এ সমস্যার সমাধান হোক। সূত্র: যমুনা টিভি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি