শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


আমি ব্যক্তিগতভাবে ট্রাম্পকে চিনি না : পুতিন


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০১.২০১৭

 

Donald-Trump-3-550x352

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের নির্বাচন হ্যাকিং, হিলারির ই-মেইল হ্যাকিং, ট্রাম্পের গোপন তথ্য রাশিয়ার হাতে এবং রাশিয়ার সঙ্গে গোপন সমঝোতা রয়েছে ট্রাম্পের এমন আরও অনেক অভিযোগ প্রতিফলিত হচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে।
এমনও বলা হয়েছে, হ্যাকিংয়ের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সরাসরি জড়িত। এই নিয়ে রুশ প্রেসিডেন্ট কখনো তেমন একটি উচ্চবাচ্চ্য করেননি। তবে বর্তমানে মালদোভান প্রেসিডেন্ট আইঘোর দোদন রাশিয়া সফরে রয়েছেন। তার সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে মঙ্গলবার তিনি ট্রাম্পের সঙ্গে সমঝোতার বিষয়টিকে বলেছেন ‘রাবিশ’ এবং মন্তব্য করেছেন, যারা ট্রাম্পের ব্যাপারে কুৎসা রটনা করেছে তারা পতিতার চেয়ে কোনো অংশে কম নয়।
এদিকে মার্কিন গণমাধ্যম সিএনএন জানায়, পুতিন সাংবাদিকদের বলেছেন ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়া নিয়ে কিছু অসত্য তথ্য সম্পর্কে অবগত হয়েছেন তিনি যা সাবেক এক ব্রিটিশ গোয়েন্দা তৈরি করেছেন। এসব তথ্য সম্পূর্ণ মিথ্যা।
পুতিন বলেন, এটা সত্য যে ট্রাম্প তিন বছর আগে রাশিয়ায় এসেছিলেন। তিনি এসেছিলেন মিস ইউনিভার্স প্রতিযোগিতার একজন ব্যবসায়ী হিসেবে, রাজনীতিবিদ হিসেবে নয়। তার রাজনৈতিক আকাঙ্খা ছিল কিনা তাও তাদের জানা ছিল না। রাশিয়া প্রত্যেক আমেরিকান বিলিয়নারকে বিশেষ নিরাপত্তা দিয়ে থাকে। সেই অনুযায়ী ট্রাম্পকেও দেওয়া হয়েছিল।
তিনি বলেন, ‘যারা এ ধরনের মিথ্যা তথ্য তৈরির নির্দেশ দিয়েছে, যারা যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্টের বিরুদ্ধে বর্তমানে এটি প্রচার করছে এবং যারা রাজনৈতিক উদ্দেশ্যে এটি ব্যবহার করছে তারা সবাই পতিতার চেয়েও খারাপ।’
পুতিন আরো বলেন, ট্রাম্পের বিরুদ্ধে এ ধরনের অভূতপূর্ব মিথ্যাচার পশ্চিমা রাজনৈতিক নেতাদের নৈতিক অবক্ষয়ের মাত্রা প্রমাণ করে।
ইরানের অনলাইন পত্রিকা আইআরআইবি উল্লেখ করে যে, রুশ প্রেসিডেন্ট বলেছেন, ‘আমি ব্যক্তিগতভাবে ট্রাম্পকে চিনি না। আমি কখনো তার সঙ্গে সাক্ষাৎ করিনি। তিনি আন্তর্জাতিক অঙ্গনে কি করতে চান তাও আমি জানি না। কাজেই তাকে আক্রমণ করে কথা বলা কিংবা অনর্থক তার পক্ষ হয়ে কথা বলা আমি পছন্দ করি না।
সূত্র: সিএনএন ও আইআরআইবি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি