শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


কফি কিনে জরিমানা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০১.২০১৭

index

পূর্বাশা ডেস্ক:

নিজের টাকায় কফি কিনে ড্রেনে ঢেলেছেন সু পেকিট (৬৫) নামে এক নারী। তারপর কাপটি ফেলে দিয়েছেন রাস্তার পাশে একটি ডাস্টবিনে। এ জন্য তাকে ঘটনাস্থলেই জরিমানা করা হয়েছে ৮০ পাউন্ড। এ ঘটনা ঘটেছে লন্ডনের আলিং ব্রোডওয়ে সেন্টারের কাছে। এ খবর দিয়েছে অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট। এতে বলা হয়েছে, পেকিট এক কাপ কফি কেনেন। কিন্তু তার স্বাদ তার পছন্দ হয় নি। ফলে তিনি কাপের পুরোটা কফিই ঢেলে দেন ড্রেনে।

এরপর পাশেই থাকা একটি ডাস্টবিনে ফেলে দেন খালি কাপটি। এ দৃশ্য দেখতে পান পরিচ্ছন্ন বিষয়ক আইন প্রয়োগকারী তিন কর্মী। তারা ছিলেন ঘটনাস্থলের কাছেই। ব্যস, চলে যান তারা পেকিটের কাছে। ধরিয়ে দেন ৮০ পাউন্ড জমিমানার নোট। পেকিট বলেছেন, আমি কপি কিনে স্বাদ মোটেও পছন্দ হচ্ছিল না। ফলে তা পান করার কোনো রুচি ছিল না আমার। এ জন্য আমি ড্রেনে ঢেলে দিই ওই কফি। কাপ ফেলে দেই ডাস্টবিনে। কিন্তু আমাকে থামিয়ে দেন আইন প্রয়োগকারী কর্মকর্তারা। তারা আমাকে বলেন, আমি আইন ভঙ্গ করেছি। আমাকে দিয়ে জরিমানার ফরম পূরণ করা হয়। এরপর জরিমানা করা হয় ৮০ পাউন্ড। পুরো প্রক্রিয়ায় আমি বিস্মত হয়ে যাই। সু পেকিটের বাড়ি হ্যানওয়েলে। জরিমানার বিরুদ্ধে তিনি আপিল করেছেন। কিন্তু আলিং কাউন্সিল বলেছে, এ ঘটনা মিডিয়ায় প্রচার পাওয়ার পর তারা তার জরিমানা মওকুফ করতে পারে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি