মঙ্গলবার,২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


মাংসখেকো ব্যাকটেরিয়া খেয়ে নিচ্ছে তার পা!


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০১.২০১৭

143648backteria

পূর্বাশা ডেস্ক:

অস্ট্রেলিয়ার এক ব্যক্তি অদ্ভুত সমস্যায় পড়েছেন। তার পায়ের একাংশ ক্রমে নষ্ট হয়ে যাচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন বিরল প্রজাতির এক ব্যাকটেরিয়া তার পায়ের মাংস খেয়ে নিচ্ছে। এ কারণেই এমন সমস্যায় পড়েছেন তিনি। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ফক্স নিউজ।
মাংসখেকো এ ব্যাকটেরিয়া তার পায়ের একাংশে এমনভাবে আক্রমণ করেছে যে তা অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছে। আর এ ধরনের ঘটনা চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিতেও বিরল বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে শুধু তিনিই নন, এ ধরনের আরও একজন রোগীর সন্ধান পাওয়া গেছে। চিকিৎসকেরা জানিয়েছেন তাদের অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে।
৫৭ বছর বয়সী সে পুরুষের পায়ের পেছনের অংশে এ ব্যাকটেরিয়া আক্রমণ করেছে। আর অন্য একজন নারীর পায়ের হাঁটুর নিচের অংশে এ ব্যাকটেরিয়া আক্রমণ করেছে। উভয়ের দেহেই মাংসখেকো এক ধরনের ব্যাকটেরিয়ার আক্রমণ হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
চিকিৎসকরা বলছেন, অস্ট্রেলিয়ায় প্রতি বছর এ ধরনের কিছু রোগী পাওয়া যায়। এক্ষেত্রে যাদের রোগপ্রতিরোধ ক্ষমতা কোনো কারণে নষ্ট হয়ে যায় কিংবা ডায়াবেটিসের মতো সমস্যা থাকে তারা বেশি ঝুঁকিপূর্ণ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি