বুধবার,২২শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ফেসবুক নিয়ে অশান্তি, স্ত্রীকে খুন করে স্বামীর আত্মহত্যা


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০১.২০১৭

1484975547
পূর্বাশা ডেস্ক:
‘ঘরের খবর পরকে জানাতে নেই’ -এটা বুঝতেই চাইতেন না সোনালি রাকেশ গাঙ্গুরডে। সারাক্ষণ এটা-সেটা শেয়ার করতেন ফেসবুকে। এমনকি, দাম্পত্যের নানান ব্যাপারও। এ নিয়ে ক্ষুব্ধ হয়ে উঠেন স্বামী রাকেশ বালাসাহেব গাঙ্গুরডে। প্রাথমিক মনমালিন্য গড়ায় তুমুল ঝগড়ায়। এক পর্যায়ে সোনালিকে খুন করে রাকেশ নিজেও আত্মহত্যা করেন!
ভারতের পুনে শহরে গত বুধবার এ ঘটনা ঘটেছে।
চার বছর আগে সোনালিকে বিয়ে করেছিলেন রাকেশ। পেশায় আইটি ইঞ্জিনিয়ার ছিলেন রাকেশ। আর স্ত্রী সোনালি সামলাতেন সংসার। প্রথমে সব কিছুই ঠিক ছিল। কিন্তু সন্তান হওয়া নিয়ে সমস্যা হয় দু’জনের মধ্যে। আর সেই সমস্যা দিন দিন মাথাচাড়া দিচ্ছিল। এই সমস্যাই বিরোধ সৃষ্টি করে রাকেশ ও সোনালির মধ্যে। এই অশান্তির মধ্যেই দিন কাটছিল পুণের ওই দম্পতির। এই অশান্তিতে অনুঘটক হিসেবে ঢুকে পড়ে ফেসবুক ও হোয়াটসঅ্যাপ।
স্ত্রী সোনালি দাম্পত্যের সব সমস্যাকে ফলাও করতেন সোশ্যাল নেটওর্য়াকিং সাইটে। রীতিমতো তা নিয়ে আলোচনা করতেন বন্ধুদের সঙ্গে। স্ত্রীর এই কাজ পছন্দ হয়নি রাকেশের। স্ত্রীকে বুঝিয়ে যখন কোনো কাজ হয়নি, তখনই তাকে চরম শাস্তি দিলেন রাকেশ। সোনালির শ্বাসরোধ করে হত্যা করলেন, নিজেও হলেন আত্মহাতী।
তাদের দেহের পাশ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়। সেখানেই রাকেশ জানিয়েছেন, স্ত্রীর সোশ্যাল মিডিয়ায় অতি সরব হওয়ার কথা। নিজেদের দাম্পত্য সম্পর্কে প্রায় সব কথাই ফেসবুকের বন্ধুদের বলে বেড়াতেন সোনালি।


এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি