রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চেয়ে ইসির চিঠি


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০১.২০১৭

bd-pratidin_hhh1

পূর্বাশা ডেস্ক:

রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাতের সময় চেয়েছেন কাজী রকিব উদ্দীন আহমদের নেতৃত্বাধীন ৫ সদস্যের নির্বাচন কমিশন।

বিদায়ের আগে ৫ ফেব্রুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর যে কোনো সুবিধাজনক সময়ে সাক্ষাৎ চেয়ে ইতোমধ্যে বঙ্গভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে চিঠি দেয়া হয়েছে।

তবে এখনও বঙ্গভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সাক্ষাতের সময় জানানো হয়নি বলে  বুধবার জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ আব্দুল্লাহ।

তিনি বলেন, বিদায়ের আগে বর্তমান কমিশনের এটা হবে একটা সৌজন্য সাক্ষাৎ। সময়সূচি চূড়ান্ত হলে সিইসি ও নির্বাচন কমিশনাররা সাক্ষাতে যাবেন।

সচিব বলেন, বর্তমান কমিশনের সব সদস্যের মেয়াদ ফেব্রুয়ারির প্রথমার্ধে শেষ হচ্ছে। বিদায়ের আগে নিজেদের মেয়াদে কমিশনের কার্যক্রম ও সার্বিক অগ্রগতি তুলে ধরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের অভিপ্রায় প্রকাশ করেছেন।

নির্বাচন কমিশন সূত্র জানায়, কমিশন সাক্ষাতের সময় নিজেদের গত ৫ বছরের কর্মকাণ্ডের অভিজ্ঞতার বিষয়গুলো তুলে ধরবেন। পাশাপাশি নতুন কমিশনের জন্য নিজেদের যদি কোন সুপারিশ থাকে তা নিয়েও আলোচনা করতে পারেন।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পর সার্চ কমিটির মাধ্যমে ২০১২ সালে তৎকালীন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান বর্তমান ৫ সদস্যের কমিশনকে সাংবিধানিকভাবে নিয়োগ দিয়েছিলেন।

সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ, তিন নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুল মোবারক, আবু হাফিজ, জাবেদ আলী ৮ ফেব্রুয়ারি এবং নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ ১৪ ফেব্রুয়ারি ৫ বছর মেয়াদ পূর্ণ করবেন।

এদিকে আইনি বাধা কেটে যাওয়ায় মঙ্গলবার টাঙ্গাইল-৪ (কালীহাতি) আসনের উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এই কমিশনের অধীনে এটিই হবে শেষ নির্বাচন। ৩১ জানুয়ারি এ উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

ইতোমধ্যে রাঙ্গামাটির বাঘিইছড়ি পৌরসভার ভোটের তফসিল দেয়া হয়েছে, ১৮ ফেব্রুয়ারি নতুন কমিশনের অধীনে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

গাইবান্ধা-১ আসনের উপ নির্বাচনের তফসিলও দেয়ার পরিকল্পনা নিচ্ছে এ কমিশন। ৩১ মার্চের মধ্যে এ আসনের ভোট অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে।

ইসি সচিব মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, ‘৫ ফেব্রুয়ারি গাইবান্ধা উপ-নির্বাচনের তফসিল দেয়ার প্রক্রিয়া চলছে। সব কিছু ঠিক থাকলে এই কমিশনের বিদায়ের আগে এ তফসিল ঘোষণা করার কথা রয়েছে।

তবে কুমিল্লা সিটি কর্পোরেশনের তফসিল বিদায়ের আগে না দেয়ার কথা ইতোপূর্বে জানিয়েছেন সিইসি কাজী রকিব উদ্দিন আহমেদ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি