রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


আইনি দুর্বলতার কারণে নারীরা সাইবার অপরাধের শিকার


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০১.২০১৭

278335_1
পূর্বাশা ডেস্ক:

ইন্টারনেট ব্যবহার যত বাড়ছে তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সাইবার অপরাধ। বিশেষ করে নারীরা এই অপরাধের শিকার হচ্ছেন। বর্তমানে ক্রিকেটার আরাফাত সানির বিরুদ্ধে সাইবার অপরাধের অভিযোগ করেন তার স্ত্রী দাবিকারী নাসরিন সুলতানা। শুধুমাত্র নাসরিন সুলতানা নয়, সাইবার অপরাধের শিকার হচ্ছেন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা। এসব থেকে বাদ যায় না গৃহবধু ও শিশুরা। ফেসবুকে বিভন্ন গ্রুপ করে অপরাধীরা আপত্তিকর ছবি, ভিডিও পোস্ট করেন। এরপর তারা নারীকে বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করেন।

মহিলা আইনজীবী সমিতির সভাপতি ফাওজিয়া করিম ফিরোজ পরিবর্তন ডটকমকে বলেন, ‘টেকনোলজি বাড়ার সঙ্গে সঙ্গে ভায়োলেন্স বাড়ছে। মানুষ এখন অ্যাডভান্স টেকনোলজি ব্যবহার করছে। টেকনোলজি কন্ট্রোলে রাখতে হবে। টেকনোলজিকে সঠিকভাবে মনিটরিং করতে হবে। টেকনোলজির অপব্যবহার নিয়ে আইন করলে হবে না, তা জনগণকে জানাতে হবে। এবং আইনের সঠিক প্রয়োগ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘আইনে অন্য ব্যক্তির অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিও তোলা এবং তা প্রকাশ করলে ১০ বছর কারাদণ্ড এবং অনধিক ১০ লাখ টাকা অর্থদণ্ড দেওয়ার বিধান রয়েছে। আইনে থাকলে তো হবে না, তা প্রয়োগ করতে হবে। তাহলে অনেকাংশে সাইবার অপরাধ কমে যাবে।’

জাতীয় মহিলা পরিষদের সভানেত্রী আয়শা খানম পরিবর্তন ডটকমকে বলেন, ‘প্রযুক্তি যেমন আশীর্বাদ, তেমনি এটি অভিশাপও বটে। প্রযুক্তিকে ঠিকমতো ব্যবহার করতে হবে। ঠিকমতো ব্যবহার না করার কারণে নারীরা সাইবার অপরাধের শিকার হচ্ছে। সমাজ, রাষ্ট্র, প্রশাসন এবং বিচার ব্যবস্থার দুর্বলতার কারণে অপরাধীরা পার পেয়ে যায়। পার পেয়ে তারা আরও বেশি করে এই অপরাধ করে। কঠোর বিচার হলে সাইবার ক্রাইম আরো কমে যেত।’

তিনি আরও বলেন, ‘নারীর প্রতি দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। অপরাধ দমন করতে নারীকেই সচেতন হবে। তাহলে সাইবার অপরাধ অনেকটা কমে যাবে।’

জাস্টিস ফর উইম্যানের চেয়ারম্যান ইফরীত জাহিন কুঞ্জ পরিবর্তন ডটকমকে বলেন, ‘দেশে ডিজিটাল বিপ্লব হচ্ছে। সহজে হাতের কাছে ইন্টারনেট পাওয়ার কারণে ইন্টারনেটের অপব্যবহার বাড়ছে। ইন্টারনেটের পজিটিভ এবং নেগেটিভ দুটো দিকই রয়েছে। ইন্টারনেট ব্যবহারের ফলে মানুষ যেমন ভালো কিছু করতে পারছে ঠিক তেমনি কেউ কেউ ক্রাইম করছে। বাংলাদেশের নারীরা এমনিতেই বেশিরভাগ ক্ষেত্রেই হ্যারেজমেন্ট হয়। অনলাইন হচ্ছে নারীদের হ্যারেজমেন্টের নতুন রাস্তা। অনলাইন হ্যারেজমেন্ট থেকে রক্ষা পেতে নারীদেরকে সচেতন হতে হবে। অনলাইনে এমন কোন কাজ করা যাবে না যাতে ছেলেরা হ্যারেজমেন্ট করতে পারে। নারীকে প্রতিবাদ করতে হবে।’

আইসিটি অ্যাক্ট সঠিকভাবে প্রয়োগ হলেও অপরাধ অনেক কমে যাবে বলে মনে করেন তিনি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নুর নবী নিরব বলেন, ‘বর্তমানে ছেলে-মেয়েদের রিলেশন হঠকারিতার জায়গায় চলে যাচ্ছে। মানুষের ব্রেন তিনটি ভাগে কাজ করে ইভ, ইগো, সুপার ইগো। যখন ইভ কাজ করে তখন তখন মানুষ যা করে আনন্দ পায় তাই করে। সে ভালো-মন্দ চিন্তা করতে পারে না। যখন ইগো কাজ করে তখন সে বাস্তবতা বুঝে কাজ করে। আর যখন সুপার ইগো কাজ করে তখন সে কাজটি সঠিক করছে নাকি ভুল করছে তা বুঝতে পারে না। ফলে ইভ মাথাচাড়া দিয়ে ওঠে। একটি ছেলে একটি মেয়েকে অ্যাপ্রোচ করে, মেয়েটি যদি এক্সসেপ্ট না করে তাহলে তখন ছেলেটি মেনে নিতে পারে না। মেনে না নেয়ার কারণে সে সময় সাধারণত ছেলেরা মেয়েদেরকে শারিরীক-মানসিক আঘাত করে। মোবাইল নাম্বার, ছবি, ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়।’

তিনি আরও বলেন, ‘সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের কারণেও এই ধরণের অপরাধ বেড়ে যাচ্ছে। প্রত্যেকে যদি প্রত্যেকের জায়গা থেকে কাজ করে, তাহলে সাইবার অপরাধ দমন করা সম্ভব।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি