শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » অর্থনীতি » বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান গ্রিসে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূতের


বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান গ্রিসে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূতের


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০১.২০১৭

1485432540
পূর্বাশা ডেস্ক:
বিভিন্ন খাতে বিদেশি বিনিয়োগের জন্য বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশ বিরাজমান এবং গ্রিক ব্যবসায়ীরা বাংলাদেশের সঙ্গে বিনিয়োগ এবং ব্যবসায়িক সম্পর্ক বৃদ্ধির মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার করতে সক্ষম হবে।
বুধবার এথেন্সে একটি হোটেলে গ্রিক ব্যবসায়ীদের সমন্বয়ে গঠিত গ্রিক-এশিয়ান বিজনেস কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে গ্রিসে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন এ কথা বলেন।
বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির উচ্চ হারের কথা উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, ২০৩০ সাল নাগাদ বাংলাদেশ একটি বড় অর্থনীতির তালিকায় স্থান করে নেবে। এ প্রসঙ্গে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প ২০৪১ এর কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশকে একটি উন্নত দেশে পরিণত করার জন্য পৃথিবীর বিভিন্ন বন্ধুপ্রতীম রাষ্ট্রের সঙ্গে নিবিড়তর সম্পর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। গ্রিক-এশিয়ান বিজনেস কাউন্সিল বাংলাদেশসহ এশিয়ার বিভিন্ন দেশ এবং গ্রিসের ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে ঘনিষ্ঠতর যোগাযোগ প্রতিষ্ঠায় জোরালো ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
গ্রিসের সঙ্গে এশিয়ার বিভিন্ন দেশের ব্যবসা বাণিজ্য উন্নয়নে কাজ করার লক্ষ্যে গ্রিক-এশিয়ান বিজনেস কাউন্সিল গঠন করা হয়। গ্রিক-এশিয়ান বিজনেস কাউন্সিলের বোর্ড চেয়ারম্যান কনস্টানটিনোস অ্যান্তোনোপুলোসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গ্রিক সরকারের অলটারনেট ফরেন মিনিস্টার জর্জ কার্তুগালোসের দেয়া বক্তব্য পড়ে শোনান গ্রিক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক আবাটিস। এছাড়াও অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গ্রিসে নিযুক্ত ভারত, দক্ষিণ কোরিয়া, ইরান এবং জাপানের রাষ্ট্রদূতরা।
অনুষ্ঠানে উপস্থিত বিপুল সংখ্যক ব্যবসায়ী তাদের স্ব স্ব ব্যবসার ক্ষেত্র উল্লেখ করে এশিয়ার দেশগুলোর সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ঘনিষ্ঠ করার জন্য গভীর আগ্রহ প্রকাশ করেন। অন্যদের মধ্যে স্থানীয় কূটনৈতিক মিশনের সদস্য, গ্রিক সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তা এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিরা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এথেন্সস্থ বাংলাদেশ দূতাবাস গ্রিস এবং বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে গত বছরের ২০ ডিসেম্বর দূতাবাসে ‘বাংলাদেশ-দ্যা ড্রিম ডেসটিনেশন ফর বিজনেস অ্যান্ড ইনভেস্টমেন্ট’শীর্ষক একটি সেমিনারের আয়োজন করে। গ্রিক-এশিয়ান বিজনেস কাউন্সিল গ্রিস এবং বাংলাদেশসহ এশিয়ার অন্যান্য দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক ঘনিষ্ঠ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়।


এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি