রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


যশোরে পিকনিকের বাস উল্টে ৪ জন নিহত, আহত ৪০


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০১.২০১৭

jsr-Piknik-550x523
ডেস্ক রিপোর্ট ঃ

যশোরের চৌগাছায় পিকনিকের বাস উল্টে এক শিক্ষক ও দুই ছাত্রীসহ ৪জন নিহত হওয়ার ঘটনা ঘটে । এঘটনায় আরও আহত হয়েছে অন্তত ৪০জন। বহু শিক্ষার্থী বাসটির মধ্যে আটকা পড়ে। তাদের উদ্ধারের চেষ্টা করছে পুলিশ ।  ঘটনাস্থল থেকে উপ-পরিদর্শক (এসআই) ওহেদুজ্জামান জানান, নিহতরা হচ্ছেন শিক্ষক জহুরুল ইসলাম (৪৫), স্কুল ছাত্রী সাথী (১৫), সুমাইয়া (১৫), বাসের হেলপার মিলন (৩৫)।

আহত জুই (১৭), আকলিমা (১৬), শিক্ষক সত্যবাবু (৩৫), চালক ইব্রাহিম(৩৫), অজ্ঞাত শিশু (১০), সাগর (২০), কাজল (১৬), জ্যোতি, ইতি, রিক্তা, রুপালী, খাদিজা, অনন্যা, সালমা, ও সোনিয়াকে ২৫০ শয্যার যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে । এর মধ্যে জ্যোতি ও ইতির অবস্থা গুরুতর।

বাসটিতে চৌগাছার রামকৃষ্ণপুর হাইস্কুলের পিকনিকগামী শিক্ষার্থীরা ছিল। রাত সোয়া ৯টার দিকে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। যশোর চৌগাছা থানার ওসি এম মসিউর রহমান বলছেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, তারা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় । চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, সেখানে অন্তত ২০ জনকে আহত অবস্থায় ভর্তি করা হয়েছে। পরে তাদের মধ্যে থেকে অন্তত দশজনকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

আহতদের চিকিৎসার খোঁজ-খবর নিতে চৌগাছা উপজেলা চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার নার্গিস পারভিন, পৌরসভার মেয়র নূরউদ্দিন আল মামুন হিমেল হাসপাতালে গিয়ে পরিদর্শন করেন। আহতরা বলছেন, দিনাজপুরের স্বপ্নপুরী পিকনিক স্পটে যাওয়ার জন্য রামকৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের নিয়ে যাত্রীবাহী ছেলে ও মেয়েদের দুটি বাসে প্রায় একশ যাত্রী ছিল। বাস দুটি বুধবার রাত ৯টার কিছু সময় আগে রওনা হয়। মেয়েদের বহনকারি বাসটি (ময়মনসিংহ-ব-০০৫-০১০) রাত সোয়া ৯টার দিকে চৌগাছা-পুড়াপাড়া সড়কের খড়িঞ্চা এলাকার দানবাক্স নামকস্থানে পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি তালগাছে ধাক্কা লেগে বাসটি উল্টে যায়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি