সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


সিএমপির কার্যালয়ে মিতুর বাবা-মা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০১.২০১৭

index
পূর্বাশা ডেস্ক:
চট্টগ্রামের প্রাক্তন পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলার তদন্তে তার বাবা-মার সাথে কথা বলছেন মামলার তদন্ত কর্মকর্তা।
বৃহস্পতিবার নগরীর লালদিঘীর পাড়স্থ সিএমপি সদর দফতরে যান মিতুর বাবা প্রাক্তন পুলিশ কর্মকর্তা মোশাররফ হোসেন এবং মিতুর মা শাহেদা বেগম।
মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার (উত্তর) মো. কামরুজ্জামান জানান, তদন্তের স্বার্থে মিতুর বাবা ও মায়ের সাথে কথা বলা হচ্ছে।
এর আগে এই হত্যা মামলায় বাবুল আক্তার ও মিতুর বাবাকে চট্টগ্রামে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করা হয়।
গত বছরের ৫ জুন চট্টগ্রাম নগরীর জিইসির মোড় এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাত ও গুলিতে নিহত হন বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। এই ঘটনায় বাবুল আক্তার অজ্ঞাতপরিচয় তিন ব্যক্তির বিরুদ্ধে পাঁচলাইশ থানায় মামলা করেন।


এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি