রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » ২০১৯’র নির্বাচন শেখ হাসিনার অধীনেই চান সার্চ কমিটির সদস্য সৈয়দ মনজুরুল


২০১৯’র নির্বাচন শেখ হাসিনার অধীনেই চান সার্চ কমিটির সদস্য সৈয়দ মনজুরুল


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০১.২০১৭

278292_1
পূর্বাশা ডেস্ক:

নিরক্ষেপ নির্বাচনের জন্য ইসি গঠন করতে সার্চ কমিটি করে দিয়েছেন রাষ্ট্রপতি। তবে সেই কমিটির সদস্যদের আওয়ামী প্রীতির কথা সবার জানা। কথিত সুশীল কোটায় চান্স পাওয়া ইসলামবিদ্বেষী অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম কথা বলেন একজন আওয়ামী লীগ নেতার মতো করে। তার প্রমাণ দেখুন নিচে।

গত অক্টোবর মাসে আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে একটি অনলাইন পত্রিকা সাক্ষাৎকার নেয় মনজুরুলের। লিংক এখানে–

সেই সাক্ষাতে মঞ্জুরুল কী বলেছিলেন তা তুলে ধরা হল–

“তবে আওয়ামী লীগে শেখ হাসিনার কোনো বিকল্প আপাতত দেখছেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম। এই বিশিষ্ট শিক্ষাবিদ ঢাকাটাইমসকে বলেন, “আমার মনে হয় তিনি (প্রধানমন্ত্রী) চাইছেন আস্তে আস্তে অবসরে যাবেন। তবে এখনই এটা সম্ভব নয়। আওয়ামী লীগে তার কেনো বিকল্প নেই। তিনি যে কর্মসূচি হাতে নিয়েছেন তা বাস্তবায়ন করতে অন্য কেউ সাহস দেখাতে পারবেন না।’

সৈয়দ মনজুরুল আরও বলেন, ‘তবে তিনি হয়তো একটু ক্লান্তির কথা বলতে পারেন। ৭০ বছরের একজন মানুষ তো একটু ক্লান্ত হতেই পারেন। কিন্তু তার সমকক্ষ কেউ আওয়ামী লীগে নেই। সর্বগ্রহণযোগ্য ব্যক্তি তিনিই।”

এক প্রশ্নের জবাবে সৈয়দ মনজুরুল বলেন, ‘২০১৯ সালের নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই নির্বাচন শেখ হাসিনার নেতৃত্বেই হতে হবে। তবে আমার মনে হয় আওয়ামী লীগের বিকল্প নেতৃত্ব নিয়ে ভাবতে হবে। একজন মানুষের ওপর নির্ভরতা দীর্ঘ মেয়াদে সুফল বয়ে আনবে না। আওয়ামী লীগে এখন থেকেই সেই ভাবনা শুরু হওয়া উচিত। প্রধানমন্ত্রী হয়তো সেই ভাবনারই ইঙ্গিত দিয়েছেন।”

শেষ প্যারাটি লক্ষণীয়। এখানে তিনি বলছেন, ‘২০১৯ সালের নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই নির্বাচন শেখ হাসিনার নেতৃত্বেই হতে হবে।’ যেমনটি বলে থাকেন ওবায়দুল কাদের কিম্বা মাহবুবুল আলম হানিফ!



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি