শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » মিডিয়া » সাংবাদিক নির্যাতনের ঘটনা না জেনেই কমেন্টস করেছিলাম : স্বরাষ্ট্রমন্ত্রী


সাংবাদিক নির্যাতনের ঘটনা না জেনেই কমেন্টস করেছিলাম : স্বরাষ্ট্রমন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০১.২০১৭

পূর্বাশা ডেস্ক:

ঢাকায় হরতালের খবর সংগ্রহের সময় দুই সাংবাদিককে পুলিশ পিটিয়ে আহত করার ঘটনাকে ‘বন্ধু-বান্ধবের ধাক্কাধাক্কি’ আখ্যা দেয়ার একদিন পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সুর পাল্টালেন।

শনিবার টাঙ্গাইলের সখীপুরে শওকত মোমেন শাহজাহান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, শুক্রবার হঠাৎ এক প্রশ্নের জবাবে আমি ওই কথা বলেছিলাম। তখন সাংবাদিকদের উপর পুলিশের হামলার মূল ঘটনা আমার জানা ছিলনা।

মন্ত্রী বলেন, এখন আমাদের হাতে ফুটেজ রয়েছে। ফুটেজ যাচাই-বাছাই করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, সাংবাদিকদের সঙ্গে পুলিশের একটা অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে। তাই সাংবাদিকদের উপর পুলিশের হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ বন্ধের দাবিতে গত বৃহস্পতিবার হরতাল চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পিকেটারদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। ওই ঘটনার সংবাদ সংগ্রহে থাকা এটিএন নিউজের প্রতিবেদক এহসান বিন “িার ও ক্যামেরা পারসন আব্দুল আলীমকে দুপুরের দিকে শাহবাগ থানার সামনে মারধর করে পুলিশ। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

শুক্রবার মৌলভীবাজারের শমসেরনগরে এক অনুষ্ঠানের পর এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল। তিনি বলেন, “দেখুন, সাংবাদিক নির্যাতন পুলিশে করে না। মাঝে মাঝে ধাক্কাধাক্কি লেগে যায়- এইটা স্বাভাবিক। আপনারা দুইজন বন্ধু যদি চলেন ধাক্কাধাক্কি তো লেগেই যায়-এই ধরনের কিছু একটা হয়েছে।’

স্বরাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্যের পর আজ শনিবার শাহবাগে সাংবাদিকদের উদ্যোগে আয়োজিত মানববন্ধন শেষে বিএফইউজের (একাংশের) সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল স্বরাষ্ট্রমন্ত্রীকে তাঁর বক্তব্য প্রত্যাহারের দাবি জানান। তিনি বলেন, এটিএন নিউজের দুই সংবাদকর্মীর ওপর হামলা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল যে বক্তব্য দিয়েছেন, তাতে পুলিশ সদস্যরা উসকানি পাবেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি