শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ছাত্র রাজনীতি করতেন এমন কারো নাম যাচ্ছে না সার্চ কমিটিতে


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০১.২০১৭

ডেস্ক রিপোর্টঃ

বিকেলে নিজেদের মতামত সুপারিশ ও প্রস্তাব দেওয়ার জন্য সার্চ কমিটির সঙ্গে বৈঠকে যোগ দিচ্ছেন দেশের বিশিষ্ট বারো নাগরিক। তারা তাদের মতো করে প্রস্তাবও তৈরি করেছেন। সেই সঙ্গে আলোচনাকালে অন্যান্য প্রাসঙ্গিক বিষয়েও মতামত দিবেন। সেই হিসাবে তারা একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যে সব কাজ করা দরকার ও উদ্যোগ নেওয়া দরকার তা জানাবেন কমিটিকে। সার্চ কমিটির কাছে সবার প্রত্যাশা একটাই তারা যাতে এমন সব নাম রাষ্ট্রপতির কাছে প্রস্তাব করেন যাদের নিয়ে বিতর্ক হবে না। যদিও এই রকম মানুষ পাওয়া কিছুটা কঠিন তারপরও করতে হবে।

এছাড়া তারা যে নাম দিবেন সেই সব নামও নিরপেক্ষ হয় ও সবাই গ্রহণ করেন এমন নামই দিতে চাইছেন। ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন কিংবা জীবনের কোন না কোন সময় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এমন কোন নাম তারা প্রস্তাব করবেন না। সেই সঙ্গে তারা যেসব বিশিষ্ট জনদের নাম প্রস্তাব করবেন এরমধ্যে কারো দলীয় আনুগত্য কখনো প্রকাশ পেয়েছে কিংবা তাকে নিয়ে কখনও বিতর্ক হয়েছে এমন কোন ব্যক্তির নাম প্রস্তাব করবেন না।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সার্চ কমিটি থেকে যে বিশিষ্ট জনদের ডাকা হয়েছে এরমধ্যে যারা বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এরমধ্যে কারো কারো রাজনৈতিক পরিচয় সরাসরি না থাকলেও যে যেই সরকারের সময়ে সবচেয়ে বেশি সুবিধা পেয়েছেন তাদেরকে সেই দলের সমর্থক মনে করা হয়েছে। তারা তাদের মত দিলে ওই দলের মনোভাবও বোঝা যাবে। এছাড়া সাবেক তত্ত্বাাধায়ক সরকারের উপদেষ্টা রয়েছেন তিনি নিরপেক্ষ হিসাবে তার মত দিবেন। আবার নির্বাচন পর্যবেক্ষক করেন এবং নির্বাচন সম্পর্কে ভাল জানেন ও বোঝেন এমন রয়েছেন দুইজন। তারা কেমন ব্যক্তিদের চান সেটাও দেখা হবে। অন্য সবাই সিদ্ধান্ত নেওয়া হলে এদের অনেকেই নানা ধরণের সমালোচনা করেছেন এমন নজির রয়েছে। এই কারণে তারা যাতে পরবর্তীতে সার্চ কমিটির গৃহীত সিদ্ধান্তের সমালোচনা না করেন সেই জন্য তাদের মতামতও নেওয়া হচ্ছে। এতে করে যে বারোজনকে বাছাই করা হয়েছে তাতে সব দলের ও জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটবে বলেও সার্চ কমিটি আশাবাদী।

আজ বিকেল চারটায় সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে এই বৈঠক অনুষ্ঠিত হবে। সার্চ কমিটির সদস্যরা এতে উপস্থিত থাকবেন। বৈঠকের সভাপতিত্ব করবেন কমিটির আহ্বায়ক বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। আজ এই কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। কাল মঙ্গলবার সন্ধ্যায় কমিটি ফের বৈঠকে বসবে। এর আগে তারা বারোটার মধ্যে একত্রিশটি রাজনৈতিক দলের কাছ থেকে সম্ভাব্য নির্বাচন কমিশনারদের নাম পাবে বলে মনে করছেন। আর বিশিষ্টজনদের কাছ থেকে পাওয়া নাম , রাজনৈতিক দলের কাছ থেকে পাওয়া নাম এবং মন্ত্রী পরিষদ বিভাগ থেকে পাওয়া অবসরপ্রাপ্তদের তালিকা এবং সুপ্রিম কোর্টের নিবন্ধক কার্যালয় থেকে অবসরপ্রাপ্ত জেলা জজদের নাম পাওয়ার পর সবগুলো নাম পর্যালোচনা করবেন। এরমধ্য থেকে নামের সংক্ষিপ্ত একটি তালিকা করবে সার্চ কমিটি। এরপর পরবর্তী বৈঠকে আবার বসে সেখান থেকে বাছাইকৃত নামের ব্যক্তিদের সবার ব্যাপারে খোঁজ খবর নিয়ে ও গ্রহণযোগ্যতার বিষয়ে নিশ্চিত হয়ে এরমধ্যে দশজনকে নির্বাচন করবেন। ওই দশটি নাম রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে ৫ থেকে ৭ ফেব্রুয়ারির মধ্যে। রাষ্ট্রপতি পাঁচজনকে নিয়োগ দিবেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি