শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের হয়রানি


পূর্বাশা বিডি ২৪.কম :
৩১.০১.২০১৭

পূর্বাশা ডেস্ক:

দীর্ঘদিন কোনো টেকনিশিয়ান ও কার্ডিওগ্রাফার ছাড়াই চলছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের চিকিৎসা সেবা। দুই মাস ধরে অচল রেডিওথেরাপি বিভাগের ক্যানসার চিকিৎসার যন্ত্র। ফলে হয়রানির শিকার হচ্ছেন এ দুটি বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীরা।

বোনের হৃদরোগের চিকিৎসা করাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছেন নরসিংদীর কবির হোসেন। কয়েকবার তারিখ দিয়ে সবশেষ তাকে অন্য কোথাও থেকে চিকিৎসার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

কার্ডিওলজি বিভাগে প্রয়োজনীয় লোকবল না থাকায় স্বজনকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ পেয়েছেন বগুড়ার রেজাউল হোসেনও। চিকিৎসার বাড়তি খরচ নিয়ে তিনি এখন উদ্বিগ্ন।

অন্যদিকে রেডিওথেরাপি বিভাগে ক্যান্সার চিকিৎসার যন্ত্র কোবাল সিক্সটি ও লিনিয়ার এক্সেলটর অচল রয়েছে প্রায় তিনমাস। এতে ভোগান্তিতে পড়ছেন রোগী ও তাদের স্বজন।

নষ্ট যন্ত্রপাতি ও জনবলের অভাবে দুটি বিশেষায়িত বিভাগের চিকিৎসা সেবা ব্যাহত হওয়ার কথা স্বীকার করছে কর্তৃপক্ষ।

হাসপাতাল পরিচালক ব্রি: জে: মিজানুর রহমানের অভিযোগ ঊর্ধ্বতন পর্যায়ে বার বার তাগাদা দিলেও আমলাতান্ত্রিক জটিলতায় সমস্যার সমাধান হচ্ছে না।

এ হাসপাতালে মাস ছয়েক আগেও নষ্ট ছিল সিটিস্ক্যান ও এমআরআই মেশিন। কিছু দিন আগে সিটিস্ক্যান মেশিন চালু হলেও এখনো বন্ধ রয়েছে এমআরআই মেশিন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি