সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


উদ্বিগ্ন বিশ্ববাসী কিন্তু ফুরফুরে ওবামা


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০২.২০১৭

পূর্বাশা ডেস্ক:

ডোনাল্ড ট্রাম্পের একের পর এক বিতর্কিত সিদ্ধান্তে আমেরিকার সঙ্গে উদ্বিগ্ন হয়ে পড়েছে বিশ্ববাসীও। ট্রাম্পের কারণে আরও কী কী ঘটবে এবং ঘটবে না তা নিয়েও চলছে জল্পনা।

ঠিক এই সময়েই ফুরফুরে মেজাজে আবিষ্কার করা গেল সদ্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে। রৌদ্রকরোজ্জ্বল দিনে স্রোতের সঙ্গে আনন্দে মেতে ওঠতে দেখা গেছে তাকে।

বারাক ওবামা এখন ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডে সপরিবারে ছুটি কাটাচ্ছেন। পাপারাজ্জিরা তার ছুটির বেশ কয়েকটি মুহূর্ত ক্যামেরাবন্দী করতে সক্ষম হয়েছেন। ভার্জিন আইল্যান্ডে ওবামাকে সঙ্গ দিচ্ছেন বিশ্বের প্রভাবশালী ধনকুবের ও ব্যবসায়ী রিচার্ড ব্র্যানসন। ভার্জিন গ্রুপের এই মালিক বিশ্বব্যাপী ৪০০টির বেশি কোম্পানি নিয়ন্ত্রণ করেন।

সেই ৬৬ বছর বয়সী ব্র্যানসনের সঙ্গে মাথায় বেসবল টুপি, ক্যাজুয়াল পোশাকে হালকা মেজাজে সময় কাটাতে ব্যস্ত ওবামা। হোয়াইট হাউজ ছাড়ার পর এখন দ্বিতীয় সপ্তাহের ছুটি কাটাচ্ছেন তিনি। মোট তিন সপ্তাহ ছুটি কাটানোর পর ওবামা ফের কাজে ফিরবেন বলে ধারণা করা হচ্ছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি