শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » মিডিয়া » সাংবাদিক শিমুলের হত্যাকারিদের বিচারের দাবি জানালেন কুমিল্লা সাংবাদিক ক্লাব , জার্নালিষ্ট রাইট কাউন্সিল ও সম্পাদক পরিষদ


সাংবাদিক শিমুলের হত্যাকারিদের বিচারের দাবি জানালেন কুমিল্লা সাংবাদিক ক্লাব , জার্নালিষ্ট রাইট কাউন্সিল ও সম্পাদক পরিষদ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০২.২০১৭


স্টাফ রিপোর্টারঃ
সিরাজগঞ্জের শাহজাদপুরে আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষে শটগানের গুলিতে নিহত সাংবাদিক দৈনিক সমকালের প্রতিনিধি আব্দুল হাকিম শিমুলের হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে হত্যার সাথে জড়িতদের সনাক্ত করে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন কুমিল্লা সাংবাদিক ক্লাব, জার্নালিষ্ট রাইট কাউন্সিল অফ কুমিল্লা ও কুমিল্লা সংবাদপত্র সম্পাদক পরিষদের নেতৃবৃন্দ।
নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে হত্যাকারিদের বিচার দাবি করেছেন কুমিল্লা সাংবাদিক ক্লাবের সভাপতি বর্তমান প্রতিদিনের সম্পাদক ও মোহনা টিভির প্রতিনিধি তাওহীদ হোসেন মিঠু, সিনিয়র সহ সভাপতি বাংলানিউজের স্টাফ করেসপন্ডেন্ট ও দৈনিক আজকের কুমিল্লা এবং দৈনিক পূর্বাশার সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, সহ সভাপতি এশিয়ান টিভির প্রতিনিধি দেলোয়ার হোসাইন আকাঈদ, সাধারণ সম্পাদক চ্যানেল টোয়েন্টি ফোরের প্রতিনিধি আশিকুর রহমান সোহেল, সহ সাধারণ সম্পাদক এস এন ইউসুফ, সাংগাঠনিক সম্পাদক পদে চ্যানেল নাইনের প্রতিনিধি তারিকুল ইসলাম শিবলী, কোষাধ্যক্ষ কুমিল্লার বার্তা ডট কমের সম্পাদক শামসুল আলম রাজন।

এছাড়া বিচারের দাবি জানিয়েছেন জার্নালিষ্ট রাইট কাউন্সিল অফ কুমিল্লার আহ্বায়ক রমিজ খান ও সদস্য সচিব ইমতিয়াজ আহমেদ জিতুসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

সাংবাদিক  আব্দুল হাকিম শিমুলের হত্যার সাথে জড়িতদের সনাক্ত করে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন কুমিল্লা সংবাদপত্র সম্পাদক পরিষদের সভাপতি সাপ্তাহিক সীমান্ত সংবাদের সম্পাদক নজরুল ইসলাম দুলাল, সাধারণ সম্পাদক সাপ্তাহিক বির্বতনের সম্পাদক দিলীপ মজুমদার, সহ-সাধারণ সম্পাদক বর্তমান প্রতিদিনের সম্পাদক তাওহিদ হোসেন মিঠু , সাংগাঠনিক সম্পাদক দৈনিক পূর্বাশা ও আজকের কুমিল্লার সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, দৈনিক কুমিল্লার আলোর সম্পাদক জসিম উদ্দিন কণক, পথিকৃত কুমিল্লার সম্পাদক মান্নান কবির ভূইয়া প্রমুখ।
উল্লেখ্য যে, সিরাজগঞ্জের শাহজাদপুরের পৌর মেয়র হালিমুল হক মীরুর ব্যক্তিগত শটগানের গুলিতে আহত সাংবাদিক আব্দুল হাকিম শিমুল মারা গেছেন। শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া থেকে ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি