শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


একাধিক সন্তানে বাবা-মায়ের হৃদরোগের ঝুঁকি বাড়ে


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০২.২০১৭

ডেস্ক রিপোর্টঃ

সম্প্রতি নতুন এক গবেষণায় প্রমাণিত হয়েছে, দুই বা ততোধিক সন্তান হৃদরোগের ঝুঁকি বাড়ার অন্যতম কারণ। এটি নারী ও পুরুষ যে কারো ক্ষেত্রেই হতে পারে।

এই গবেষণায় আরো বলা হয়, এক সন্তান বাবা-মায়ের নিরাপত্তা অনুভবের কারণ হলেও এর অধিক সন্তান বাবা-মায়ের বাড়তি আর্থিক চাপের কারণ। এই বাড়তি চাপ হরমোনে প্রভাব ফেলে মানুষকে হৃদরোগে আক্রান্ত করে।

ইউরোপিয়ান সোসাইটি অব কার্ডিওলজি’র চেয়ারপারসন রেজিট জাগরোসেক বলেন, ‘এক সন্তান বাবা-মায়ের নিরাপত্তাস্বরুপ কারণ বৃদ্ধ বয়সে এটি তাদের সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা দেয়। তবে একের অধিক সন্তান নারী এবং পুরুষের হৃদরোগের ঝুঁকি বাড়ায়।’

৫ লাখ মানুষের উপর গবেষণা চালিয়ে দেখা যায় যে, এদের মধ্যে বেশিরভাগ মানুষ অধিক সন্তানের কারণে হৃদরোগের ঝুঁকিতে রয়েছে। অন্যদিকে এক সন্তান এ ঝুঁকি অনেকটাই কমিয়ে দেয়।

গবেষণায় বলা হয়, প্রেগন্যান্সি শরীরের বায়োলজিক্যাল পরিবর্তন ঘটানোর পাশাপাশি কার্ডিওভাসকুলার ঝুঁকির সম্ভাবনা বাড়িয়ে দেয়। যা সামাজিক ও অর্থনৈতিক চাপও সৃষ্টি করে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি