শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


সাগর-রুনি হত‌্যা মামলার তদন্তকারীকে তলব


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০২.২০১৭

পূর্বাশা ডেস্ক:

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত‌্যা মামলায় তদন্ত প্রতিবেদন দিতে বার বার সময় নিয়েও ব‌্যর্থ হওয়ায় তদন্তের দায়িত্বপ্রাপ্ত র‌্যাব কর্মকর্তা এএসপি মহিউদ্দিন আহমেদকে তলব করেছে আদালত।

বুধবার মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম মাজাহারুল ইসলাম সংশ্লিষ্ট কর্মকর্তাকে আগামী ২১ মার্চ প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেন।

একই সঙ্গে কেন এখনও তদন্ত প্রতিবেদন দেওয়া গেল না, তদন্ত কর্মকর্তাকে তা আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেন বিচারক।

আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা আলতাফ হোসেন জানান, এ নিয়ে ৪৭তম বার তদন্ত প্রতিবেদন দাখিলের জন‌্য সময় পেল র‌্যাব।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক গোলাম মোস্তফা সারোয়ার ওরফে সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন নাহার রুনা ওরফে মেহেরুন রুনি দম্পতি রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজ বাসায় খুন হন। পরে রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি