রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ক্ষমা চাইতে হবে তাদের কে : জয়


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০২.২০১৭

পূর্বাশা ডেস্ক: পদ্মাসেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে যারা এই সেতুর কাজ পিছিয়ে দিয়েছেন এবং সারা তখন বিশ্বব্যাংকের সঙ্গে সুর মিলিয়ে সরকারের সমালোচনা করেছেন তাদেরকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। পদ্মাসেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্রের মামলা নাকচ করে কানাডার আদালতের রায় দেয়ার পর নিজের ফেসবুক পেজে জয় ইংরেজিতে এ কথা লেখেন।

পদ্মাসেতু প্রকল্পে দুর্নীতি চেষ্টার অভিযোগ এনে কানাডার পরামর্শক প্রতিষ্ঠান এসএমসি লাভালিনের তিন কর্মকর্তাকে খালাস দিয়ে দেশটির আদালতের দেয়া রায় প্রকাশ হয়েছে শুক্রবার। এই রায়ে বিচারক ইয়ান নরডেইমার বিশ্বব্যাংকের তোলা অভিযোগকে ‘অনুমানভিত্তিক, গাল-গল্প ও গুজবের বেশি কিছু নয়’ বলেছেন। তিনি বলেন, ‘ওই গুজব বা অনুমানকে সমর্থন করে এমন ঘটনা সংশ্লিষ্ট কোনো প্রমাণ হাজির করা হয়নি বা তার তদন্ত হয়নি। যে তথ্য সরবরাহ করা হয়েছে তা শোনা কথা।’

এই রায়ের পর জয় তার ফেসবুকে লেখেন, ‘কানাডার আদালত বিচারাধীন পদ্মাসেতুর দুর্নীতির অভিযোগের পক্ষে কোনো প্রমাণ পায়নি। আদালত বলেছেন যে এই অভিযোগ ছিলো গুজব আর গালগপ্পের ভিত্তিতে করা। অন্যভাবে বললে পুরো অভিযোগটাই বানোয়াট।’

বিশ্বব্যাংক পদ্মাসেতুতে দুর্নীতি চেষ্টার অভিযোগ তোলার পর যারা সরকারের সমালোচনা করেছেন, তাদেরকে উদ্দেশ্য করে জয় লিখেন, ‘যারা বিশ্ব ব্যাংকের সাথে গলা মিলিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার দল আওয়ামী লীগ ও তা সরকারের কাছে এবং যেসব মানুষের সুনাম ক্ষুন্ন করেছেন তাদের কাছে ক্ষমা চাওয়া উচিৎ। তাদের উচিৎ সমগ্র বাংলাদেশের কাছে ক্ষমা চাওয়া ‘

বিশ্বব্যাংকের সমালোচনা করে জয় লেখেন, ‘বিশ্ব ব্যাংক মনগড়া প্রমাণ দিয়েছে। আমি পুরো ব্যাপারটি কাছ থেকে দেখেছি।  খুব পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছিল এর কোনো ভিত্তি নেই। বিস্তারিত কোনো অভিযোগ এবং প্রমাণ পাওয়া যায়নি। অভিযোগ করা হয়েছিলো অজ্ঞাত উৎসের ভিত্তিতে, এমনকি কানাডার আদলতের কাছেও সূত্রের কোনো উৎস প্রকাশ করা হয়নি। এমনকি আদালতেও  বিশ্ব ব্যাংক কোর্টে একটি সার্বভৌম অব্যাহতি দাবি করে তাদের অভিযোগে সূত্র কী সেটা প্রকাশ না করার জন্য। তার মানে তারা অভিযোগ করেছে অথচ কিসের ভিত্তিতে এই অভিযোগ সেটাই তারা বলতে নারাজ।’

পদ্মাসেতু প্রকল্পে দুর্নীতি চেষ্টার অভিযোগ তোলার পেছনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হেয় করাই মূল কারণ ছিল বলে মনে করেন জয়। তিনি লিখেন, ‘আমার মায়ের বিরুদ্ধে এই চক্রান্ত করা হয়েছে তাকে এবং তার সরকারকে বদনাম করার জন্যই এটা করা হয়েছিলো।’

ইউনুসের তীব্র সমালোচনা

এই ঘটনায় যুক্তরাষ্ট্রের সে সময়ের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন এবং গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. মুহম্মদ ইউনুসকে দায়ী করেন জয়। বলেন, তখনকার মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট সেক্রেটারি হিলারি ক্লিনটন বিশ্ব ব্যাংককে নির্দেশ দেন তাদের বরাদ্দ বন্ধ করতে যাতে আমাদের সরকারের উপর বাড়তি চাপ পড়ে। তিনি এটা করেছিলেন মোহাম্মদ ইউনুসের পরামর্শে, কেন না তিনি আমার মায়ের বিরুদ্ধে বারবার ব্যাবস্থা নেবার অনুরোধ করেছেন তাকে।’

জয় লেখেন, ‘আমি নিজেও যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র বিভাগের কর্মকর্তাদের কাছ থেকে হিলারি ক্লিনটনের হুমকি পেয়েছি যাতে আমাদের সরকার ইউনুসের পক্ষে কাজ করে।’

জয় লেখেন, ‘তার জন্য বিশ্বব্যাংক বাংলাদেশের সবচেয়ে বড় অবকাঠামো নির্মাণে বাধা দিয়েছে যেটা থেকে অন্তত এক কোটি মানুষ উপকৃত হতে পারতো। ইউনুস ইচ্ছা করে বাংলাদেশের ক্ষতি করতে চেয়েছেন বিদেশি শক্তি ব্যবহার করে।’

জয় বলছেন, ‘আপনার কি জানেন ইউনুস এবং তার পরিবার বাংলাদেশের সবেচেয়ে বড় টেলিযোগাযোগ কোম্পানি গ্রামীণফোনের ৩০% এর মালিক? এই অংশীদারিত্ব একটি ব্যক্তিগত ট্রাস্টের মাধ্যমে করায়ত্ব করা হয়েছে যেখানে তারা একক ভাবে এর মালিক। লাখ লাখ ডলার মূল্যের এই মালিকানার অর্থায়ন হয়েছিলো গ্রামীন ব্যাংকের অনুদান আর ক্ষুদ্রঋণ প্রকল্পের টাকা দিয়ে। অথচ এই ঋণ বরাদ্দ ছিলো দরিদ্র মানুষের জন্য, ব্যক্তিগত বিনিয়োগের জন্য না।’

জয়ের ভাষায়, ‘গ্রামীণ ব্যাংকের হিসাব একটি স্বাধীন তদন্ত কমিশনের সাহায্যে পরীক্ষা করে দেখা গেছে এই ট্রাস্টের একটি পয়সা্‌ও গ্রামীণ ব্যাংক বা তার কোনো প্রকল্পের ফান্ডে আসে না।’

প্রধানমন্ত্রীর ছেলে লেখেন, ‘ইউনুস নিজেও কখনো কোনো ট্যাক্স দেননি। এইসব তথ্য গোপন করে হিলারি ক্লিনটনের কাছে সাহায্য চেয়েছেন ইউনুস। এটা লজ্জার বিষয়যে আমাদের সুশীল সমাজের একটি অংশ আমাদের দেশের বিরুদ্ধে গিয়ে বিশ্বব্যাংকের পক্ষ নিয়েছিলো। তারা সম্মানিত, যোগ্য এবং পরিশ্রমী কিছু মানুষকে নোংরা অভিযোগে অভিযুক্ত করেছেন। আমার মায়ের উপদেষ্টা ড. মশিউর রহমানের মতন মানুষকে বদনামের ভাগীদার করেছেন। যারা বাংলাদেশের স্বার্থের বিপক্ষে গিয়েছিলেন তারা দেশকে ভালোবাসেন না।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি