রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » নতুন নির্বাচন কমিশনারদের দলীয় পক্ষপাত পরিষ্কার: ফখরুল


নতুন নির্বাচন কমিশনারদের দলীয় পক্ষপাত পরিষ্কার: ফখরুল


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০২.২০১৭

পূর্বাশা ডেস্ক:বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নতুন নির্বাচন কমিশনের নাম ঘোষণার পর আমরা যে বক্তব্য রেখেছিলাম, এটা সত্য হয়েছে। সেই সত্যই প্রমাণিত হয়েছে। তিনি বলেন, ‘আমরা আবারও নিশ্চিত করে বলতে চাই; এই নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশনের নেতৃত্বে কখনই নিরপেক্ষ ভূমিকার পালন করতে সক্ষম হবেন না। কারণ তার দলীয় পক্ষপাত জনগণের কাছে পরিষ্কার।’

শনিবার বিকেলে বাংলা একাডেমিতে গ্রন্থমেলায় তিন বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের পর উপস্থিত সাংবাদিকদের তিনি এ সব কথা বলেন।

এ সময় তিনি ফাতেমা সালামের লেখা ‘সুন্দরী শূন্য’ বইয়ের মোড়ক উন্মোচন করেন। এটা রফিক মুহাম্মদের ‘পাখির আশা পাখির বাসা’ও মাইদুর রহমান রুবেলের ‘ভূতের রাজ্য’ নামক বইয়ের মোড়ক উন্মোচন করেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি