শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


বাংলাদেশ সফরে আসছেন সৌদি আরবের বাদশাহ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০২.২০১৭

পূর্বাশা ডেস্ক: চলতি ফেব্রুয়ারির শেষে অথবা আগামী মার্চের প্রথম দিকে রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিশ্বস্ত সূত্র খবরটি নিশ্চিত করেছে। তবে সৌদি বাদশাহর সফরের তারিখ সঠিক সময়ে জানানো হবে বলে জানিয়েছে ওই সূত্র।

সূত্রটি জানায়, সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের বাংলাদেশ সফর বাংলাদেশের জন্য আনন্দের। এতে বাংলাদেশ অর্থনৈতিকসহ অনেক দিক দিয়ে লাভবান হবে।

২০১৬ সালের জুনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরবের বাদশাহর আমন্ত্রণে পাঁচ দিনের সরকারি সফরে সৌদি আরব যান। সেটা ছিল বর্তমান সৌদি বাদশার সিংহাসনে আরোহণের পর বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রথম সফর।

ওই সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা  সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদকে বাংলাদেশ সফরে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি