রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » কুমিল্লা সিটি কর্পোরেশন ও সুনামগঞ্জ উপনির্বাচন ৩০ মার্চ


কুমিল্লা সিটি কর্পোরেশন ও সুনামগঞ্জ উপনির্বাচন ৩০ মার্চ


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০২.২০১৭

পূর্বাশা ডেস্ক:
কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।
সোমবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা এ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। এদিন তিনি সুনামগঞ্জ-২ আসনের উপনির্বাচনের তফসিলও ঘোষণা করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের মনোনয়ন দাখিলের শেষ সময় ২ মার্চ। মনোনয়পত্র বাছাই ৫ মার্চ, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১৪ মার্চ ও ভোটগ্রহণ ৩০ মার্চ।
আর সুনামগঞ্জ-২ আসনের উপনির্বাচনে মনোনয়ন পত্র দাখিল ২ মার্চ, মনোনয়নপত্র বাছাই ৫ মার্চ, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১৩ মার্চ ও ভোটগ্রহণ ৩০ মার্চ।


এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি