রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


শহীদ মিনারে লাখো মানুষের শ্রদ্ধা


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০২.২০১৭

পূর্বাশা ডেস্ক:

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে লাখো মানুষ ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছে। ভোর থেকেই বিভিন্ন সংগঠন, সাধারণ জনতার ঢল নামে শহীদ মিনারে।

এর আগে মঙ্গলবার রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারের বেদিতে রাষ্ট্রপতি পুষ্পস্তবক অর্পণ করেন। এরপরই শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। সেসময় তারা নীরবে দাঁড়িয়ে ভাষা শহীদদের প্রতি সম্মান জানান। পরে দলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে আওয়ামী লীগের সভাপতি হিসেবে শহীদ মিনারে ফুল দেন শেখ হাসিনা।

এরপর শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া ও বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই মেয়র, তিন বাহিনী প্রধান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, রাষ্ট্রের গুরত্বপূর্ণ কর্মকর্তা এবং বিভিন্ন দেশের কূটনীতিকরা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

এরপর রাত ১টা ২২ মিনিটে শহীদ মিনারে আসেন খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা। পরে তারা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন।

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শ্রদ্ধা নিবেদনের পর্ব শেষে শহীদ মিনার সবার জন্য খুলে দেওয়া হয়।

জাতিসংঘের উদ্যোগে বাংলাদেশসহ সারাবিশ্বে দিনটি আনস্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে যথাযথ মর্যাদায় পালিত হবে। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা (ইউনেস্কো) ১৯৯৯ সালে মহান একুশের প্রতি শ্রদ্ধা জানিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেয়।

রাজধানী ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণ এবং বিভিন্ন স্থানে আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতি একুশের মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবে।

২১ ফেব্রুয়ারি জাতীয় ছুটির দিন। এদিন সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

২১ ফেব্রুয়ারি উপলক্ষে সংবাদপত্রগুলো বিশেষ ক্রোড়পত্র এবং বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন ও বেসরকারি স্যাটেলাইট চ্যানেলগুলো একুশের বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করবে। এছাড়াও দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি