রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


নয়া ইসির পরীক্ষা নিতে নির্বাচনে বিএনপি!


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০২.২০১৭


ডেস্ক রিপোর্ট : নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন কমিশনের বিরুদ্ধে সমালোচনামুখর বিএনপি তাদের অধীনেই ভোটে অংশ নিচ্ছে। আগামী ৬ মার্চ ১৮টি উপজেলায় এবং ৩০ মার্চ কুমিল্ল­া সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিতে যাচ্ছে বিএনপি। এসব নির্বাচনে বিএনপির দলীয় প্রতীক ধানের শীষ নিয়ে প্রার্থীরা ভোট করবেন।

দলের দায়িত্বশীল একাধিক সিনিয়র নেতা বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, নতুন সিইসি’র পরীক্ষা নিতে কুমিল্ল­া সিটি আর উপজেলা নির্বাচনে যাবে বিএনপি।

এই নির্বাচনে তাদের নিরপেক্ষতা ও সুষ্ঠ ভোট করার আন্তরিকতা স্পষ্ট হবে। সিইসি যদি এই দুই স্থানীয় সরকার নির্বাচনে দলীয় আনুগত্য প্রদর্শন করেন, তবে তার পদত্যাগের দাবিতে আন্দোলনে যাবে দল। এজন্য নতুন নির্বাচন কমিশনের কার্যক্রম পর্যবেক্ষণে রাখা হচ্ছে। দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সিইসি নূরুল হুদা আওয়ামী লীগের পরীক্ষিত লোক। এই ধরনের অনুগত দলীয় ব্যক্তির অধীনে কখনোই দেশে সুষ্ঠু নির্বাচন হবে না। তবে সামনে দীর্ঘ পথে নিরপেক্ষতা প্রমাণের সুযোগ রয়েছে নতুন সিইসির। তাদের অধীনে উপজেলা, কুমিল্লা সিটি, পৌরসভাসহ বেশ কিছু স্থানীয় সরকারের নির্বাচন রয়েছে। এতে ইসির কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে। নিরপেক্ষতা দেখাতে পারলে নতুন ইসির জন্য পয়েন্ট যোগ হবে।

এদিকে নতুন ইসির অধীনে ইতিমধ্যে ১৮ উপজেলায় ভোটে প্রার্থী দিয়েছে বিএনপি। সেখানে নির্বাচণী প্রচারণা তুঙ্গে উঠেছে। দলের জেলা নেতারা ধানের শীষের প্রার্থীর পক্ষে প্রচারণায় যাচ্ছেন উপজেলাগুলোতে। দলের পক্ষ থেকে নির্বাচনের সব ধরনের অনিয়মের মনিটরিং করাতে বলা হয়েছে। তবে এখনো কোনো অভিযোগ আসেনি কেন্দ্রে।

প্রসঙ্গত, ১৮টি উপজেলার মধ্যে তিনটিতে সাধারণ, ৯টিতে শুধু চেয়ারম্যান পদে, চারটিতে ভাইস চেয়ারম্যান ও দুটিতে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোট হবে। এর মধ্যে সিলেটের ওসমানীনগর, খাগড়াছড়ির গুইমারা ও সুনামগঞ্জের জগন্নাথপুরে সাধারণ নির্বাচন হবে। এ তিন উপজেলায় সব পদে অর্থাৎ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোট হবে। উপজেলার আগে গত ১৮ ফেব্র“য়ারি রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভার ভোট হয়েছে। এই নির্বাচনেও ধানের শীষ প্রতীক নিয়ে ভোট করে বিএনপি। সে নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বড় ব্যবধানে জয়লাভ করেন।

এদিকে আগামী ৩০ মার্চ ভোটগ্রহণের দিন ধার্য করে কুমিল্ল­া সিটি করপোরেশনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে ইসি। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২ মার্চ। বাছাই ৫ ও ৬ মার্চ। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৪ মার্চ। জানা গেছে, কুমিল্লার বর্তমান মেয়র বিএনপি সমর্থিত মনিরুল হক সাক্কু ২০১২ সালের ৫ জানুয়ারি কুমিল্লা সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে বিজয়ী হন। তিনি ছাড়াও ইতিমধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, কাওসার জামান বাপ্পি ও কুমিল্ল­া দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম দলের মনোনয়ন চেয়েছেন।

এর আগে কাজী রকিবউদ্দীন আহমদ নেতৃত্বাধীন সাবেক ইসির অধীনে দশম সংসদ নির্বাচন বর্জন করলেও স্থানীয় সরকারের সব নির্বাচনে অংশ নিয়েছিল বিএনপি। তবে কোনো উপনির্বাচনে অংশ নেয়নি তারা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি