রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


মসুলের বিমানবন্দর দখলে নিয়েছে সরকারি বাহিনী


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০২.২০১৭

পূর্বাশা ডেস্ক:ইরাকি সরকারি বাহিনী বৃহস্পতিবার পশ্চিম মসুলের বিমানবন্দর পুনর্দখলে নিয়েছে। নগরীর পশ্চিমাঞ্চল থেকে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের উৎখাতে সরকারের নতুন করে শুরু করা অভিযানের জন্যে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। খবর বিবিসির।

টানা চার ঘন্টা ধরে এ অভিযান চলে। সেনাবাহিনী বিমানবন্দরটি দখলে পর শহরের ভেতর থেকে মর্টার হামলা চালায় আইএস জঙ্গিরা।

খবরে বলা হয়, তারা আল-ঘাজলানি সামরিক ঘাঁটির পার্শ্ববর্তী এলাকাতেও হামলা চালিয়েছে। সেখানে জঙ্গিদের সাথে সামরিক বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়।

সেনাবাহিনীর একজন মুখপাত্র জানান, আইএস জঙ্গিরা কাছাকাছি একটি সামরিক ঘাঁটিতে ঢুকে পড়েছে।

জিহাদিরা ইতোমধ্যে রানওয়ে ধ্বংস করে দিলেও সেখানে সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে আসা বিশাল এলাকা মসুলের দক্ষিণাঞ্চলীয় বিভিন্ন রুটের নিয়ন্ত্রণ নিতে ইরাকি বাহিনীকে সাহায্য করবে।

উল্লেখ্য, গত মাসে সরকারি বাহিনী মসুলের পূর্বাঞ্চল পুনরায় দখল করে নেয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি