রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » তেল-গ্যাস বেশি দামে বেচে জনগনের সাথে ব্যবসা করছে আওয়ামী লীগ সরকার !


তেল-গ্যাস বেশি দামে বেচে জনগনের সাথে ব্যবসা করছে আওয়ামী লীগ সরকার !


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০২.২০১৭

পূর্বাশা ডেস্ক:

গত বছর পহেলা মে’ এর এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, আমরা ব্যবসা-বাণিজ্য করতে আসিনি, মানুষের কল্যাণ করতে এসেছি। শ্রমিকের মূল্যই বর্তমান সরকারের কাছে সবচেয়ে বড়। কারণ শ্রমিকদের হাতেই দেশের অর্থনীতি সচল থাকে। তাদের কারণেই দেশ উন্নত হয়। (সূত্র: বাংলাদেশি প্রতিদিন )।

মুখে জনগনের সাথে ব্যবসা করার কথা অস্বীকার করলেও বাস্তবে শেখ হাসিনা সরকার সাধারণ মানুষের সাথে বিদেশী কোম্পানির মতো ব্যবসা করছে। শ্রমিক-মজুর মানুষের ক্রয় ক্ষমতার কথা না ভেবে ইচ্ছামত কয়েকদিন পর পর তেল আর গ্যাসের দাম বাড়াচ্ছে। এতে বাড়ছে অন্যান্য পন্য-দ্রব্যের দামও। এতে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে।

গতকাল বৃহস্পতিবার এক সাথে দুই দফায় গ্যাসের দাম ৬০০ টাকা থেকে বাড়িয়ে ৯০০ টাকা করেছে। দৈনিক যুগান্তর জানাচ্ছে, এতে বছরে ৪ হাজার ১০০ কোটির টাকার বেশি মুনাফা হবে সরকারের।

যুগান্তরের “দুই ধাপে বাড়ল গ্যাসের দাম: বছরে অতিরিক্ত আয় হবে ৪১৮৫ কোটি টাকা” শিরোনামে খবরে বলা হয়েছে–

“ভোক্তা পর্যায়ে দেড় বছরের মাথায় ফের গ্যাসের দাম বাড়ল। দুই ধাপে এই মূল্যবৃদ্ধি কার্যকর হবে। আগামী ১ মার্চ থেকে প্রথম দফা এবং পহেলা জুন থেকে দ্বিতীয় ধাপের মূল্যবৃদ্ধি কার্যকর হবে। দুই ধাপে ৮ খাতে গড়ে ২২.০৭ শতাংশ দাম বাড়ানো হয়েছে। ভোক্তা অধিকার সংগঠন, সাধারণ মানুষ, রাজনৈতিক দল, শিল্পোদ্যোক্তা, বিভিন্ন চেম্বারের নেতারা সর্বোপরি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের টেকনিক্যাল কমিটির সুপারিশ উপেক্ষা করে এ দফায় গ্যাসের দাম বাড়ানো হল।

মূল্যবৃদ্ধির ফলে বছরে সরকারের অতিরিক্ত আয় হবে ৪ হাজার ১৮৫ কোটি টাকা। এর ৮১ শতাংশ অর্থ যাবে সরকারি কোষাগারে। বাকি ১৯ শতাংশ অর্থ যাবে সুন্দরবন গ্যাস কোম্পানি এবং পশ্চিমাঞ্চলীয় গ্যাস কোম্পানির কোষাগারে। ”

এর আগে গত বছর প্রথম আলোর একটি প্রতিবেদনে বলা হয়- “জ্বালানি তেল বিক্রি করে অস্বাভাবিক মুনাফা করছে সরকার। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম এক বছরে অর্ধেকেরও বেশি কমে গেছে। কিন্তু সরকার দেশের মধ্যে সেই তেল বিক্রি করছে আগের দরেই। দাম কমাচ্ছে না সরকার। বাংলাদেশ এখন বিশ্বের তৃতীয় সর্বোচ্চ জ্বালানি তেলের দামের দেশ।…

বছর খানেক ধরে তেলের দাম কম থাকায় বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী, গত ২২ এপ্রিল পর্যন্ত বিপিসির মুনাফা হয়েছে ৩ হাজার ৪৫৪ কোটি ৭৩ লাখ টাকা।”

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, “দেশটির পেট্রোলিয়াম কর্পোরেশনের মুনাফা বাড়ছে। কর্পোরেশনটির কর্মকর্তারা বলছেন, এই মুনাফা আগামীতে ১০ হাজার কোটি টাকা পর্যন্ত হতে পারে।”



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি