রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


চৌদ্দগ্রামে কবি আমজাদ হোসাইনের বইয়ের মোড়ক উন্মোচন


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০২.২০১৭

বেলাল হোসাইন: কুমিল্লার চৌদ্দগ্রামে দৃষ্টিপ্রতিবন্ধী তরুন কবি ও সাহিত্যিক আমজাদ হোসাইনের “স্মৃতির দুয়ারে দাড়িয়ে” বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার মুন্সিরহাট বাজারে আয়োজিত উক্ত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা কুমিল্লার সহকারী পরিচালক মোঃ আবুল খায়ের মুন্সী।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহফুজ আলমের সভাপতিত্বে উক্ত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের টেরিটরি ম্যানাজার খোরশেদ আলম মোল্লা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষার গবেষনা কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম, বিশিষ্ট শিল্পপতি নুর হোসেন মিয়াজী, বিশিষ্ট কবি ও সাহিত্যিক রাশিদুল হাসান জাহাঙ্গীর, সাহিত্যিক মাষ্টার শাহজাহান, বাংলাদেশ বেতারের সংবাদ পাঠক ও উপস্থাপক মাহতাব হোসেল, চ্যানেল ২৪ এর কুমিল্লা প্রতিনিধি সাংবাদিক আশিকুর রহমান সোহেল, চ্যানেল নাইনের তরিকুল ইসলাম শিবলী, মিলেনিয়াম টিভির আরিফুর রহমান, বিজয় টিভির দ. জেলা প্রতিনিধি আবুল কালাম আজাদ, সাংবাদিক হাসান মুহা: জহির, বেলাল হোসাইন, সাংবাদিক শরিক আহমেদ প্রমুখ। বইটির লেখক আমজাদ হোসাইনের শুভেচ্ছা বক্তব্যের পরে অতিথিবৃন্দ কবি আমজাদ হোসেনের ৯ম বই ২১শে বইমেলায় প্রকাশিত “স্মৃতির দুয়ারে দাড়িয়ে” বইয়ের মোড়ক উন্মোচন করেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি