সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ভারতে রেলিং ভেঙে বাস নদীতে, নিহত ৮


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০২.২০১৭

পূর্বাশা ডেস্ক:
ভারতের অন্ধ্র-প্রদেশের বিজয়ওয়াড়ায় সেতুর রেলিং ভেঙে বাস নদীতে পরে এখনো প‌র্যন্ত ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক।
ভুবনেশ্বর থেকে হায়দরাবাদ যাচ্ছিল বাসটি। ১০০০ কিলোমিটার পথের মাঝে বিজয়ওয়াড়ায় চালক বদলায়। ভোর সাড়ে ৫টার দিকে মুল্লাপাড়ুর কাছে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর ডিভাইডারে ধাক্কা মারে। যাতায়াতের রাস্তা দুটিকে আলাদা করেছিল ওই ডিভাইডার। সেটি ভেঙে দুই রাস্তার মাঝখান দিয়ে গলে নদীতে পড়ে যায় বাসটি।
গ্যাস কাটার দিয়ে বাসের জানলা কেটে উদ্ধার শুরু হয়‌েছে হতাহতদের। আহতদের স্থানীয় নান্দিগামা সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
প্রাথমিক তদন্তের পর পুলিশের ধারণা, চালক বাসে ঘুমিয়ে পড়েছিলেন। তার জেরেই নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটেছে।


এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি