রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লায় ৩২টি রুটে যান চলাচল শুরু


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৩.২০১৭

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার ৩২টি রুটে বুধবার দুপরের পর থেকে যান চলাচল শুরু হয়েছে। এতে যাত্রীরা স্বস্তি প্রকাশ করেছেন।

সারাদেশের মতো কুমিল্লা জেলায়ও মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুর হয়। কুমিল্লার জেলার সহস্রাধিক বাসের শ্রমিকরা ট্রার্মিনাল অবরোধ করে পরিবহন ধর্মঘট শুরু করে। ধর্মঘটের কারণে জেলার ৩২টি রুটের বাস চলাচল বন্ধ ছিলো। এতে জনজীবনে নেমে আসে চরম দুর্ভোগ।

কুমিল্লা নগরীর জাঙ্গালিয়া, শাসনগাছা ও চকবাজার টার্মিনাল থেকে বাস চলাচল শুরু হয়েছে। যাত্রীদের উপস্থিতিতে সরগরম হয়ে উঠেছে বাস টার্মিনাল গুলো। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কও যান চলাচল বেড়েছে।

জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন সূত্র জানায়, সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনায় আমাদের এক বাসচালকের যাবজ্জীবন, অন্যজনের ফাঁসির কারাদণ্ডাদেশের প্রতিবাদে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকে সারাদেশে পরিবহন ধর্মঘট শুরু হয়। এছাড়া বুধবার ঢাকায় আরেকজন শ্রমিকের মৃত্যু হয়েছে।

শাহাদাত হোসেন নামের একজন যাত্রী স্বস্তি প্রকাশ করে বলেন, বাস শ্রমিকরা যে ধর্মঘটের ডাক দিয়েছে এতে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। বাস চলাচল শুরু হওয়ায় এখন চলাচলে সুবিধা হবে। এ অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে কাউকে আর সুযোগ দেয়া যবেনা।

কুমিল্লা জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী জানান, বাস শ্রমিকরা তাদের দাবি আদায়ে ধর্মঘট করেছে। এখন কেন্দ্রীয় সিদ্ধান্তে তারা ধর্মঘট প্রত্যাহার করেছে। কুমিল্লা থেকে সব রুটের যান চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে।

হাইওয়ে কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন, দুই এক স্থানে শ্রমিকরা পরিবহন চলাচলে বাধা দিতে চেয়েছিলো, আমরা বুঝিয়ে তাদের সরিয়ে দেই। কুমিল্লায় কোথাও অপ্রীতিকর কিছু হয়নি। কুমিল্লার সব রুটের যান চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি