রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » কুমিল্লা নিউজ » কুমিল্লা কৃত্রিম প্রজনন কেন্দ্রের সহকারি পরিচালকের স্বেচ্ছাচারিতা ও অত্যাচারে অতিষ্ঠ কর্মকর্তা-কর্মচারিরা


কুমিল্লা কৃত্রিম প্রজনন কেন্দ্রের সহকারি পরিচালকের স্বেচ্ছাচারিতা ও অত্যাচারে অতিষ্ঠ কর্মকর্তা-কর্মচারিরা


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৩.২০১৭


স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের সহকারি পরিচালক (এ.পি) ডাঃ সাইদুর রহমানের স্বেচ্ছাচারিতা ও অবর্ণনীয় অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে ওই অফিসের কর্মকর্তা-কর্মচারিরা। যখন-তখন অফিসের কর্মকর্তা-কর্মচারিদের গালিগালাজ করা , পুলিশ দিয়ে গ্রেফতারের হুমকি, মারধর করার চেষ্টাসহ নানা অত্যাচারের অভিযোগ উঠেছে সহকারি পরিচালক ডাঃ সাইদুর রহমানের বিরুদ্ধে। সহকারি পরিচালকের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গত বছরের ২৩ নভেম্বর মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের সচিব, যুগ্ম সচিব, প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ও প্রাণিসম্পদ অধিদপ্তর, সাভারের কৃত্রিম প্রজনন ও ঘাস উৎপাদনের উপ-পরিচালক বরাবর লিখিত অভিযোগ করেছেন ওই অফিসের ১০ জন কর্মকর্তা-কর্মচারি। অভিযোগ পেয়ে গত বছরের ৫ ডিসেম্বর প্রাণিসম্পদ অধিদপ্তরের উপ-পরিচালক ডাঃ স্বপন কুমার পালের নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত টিম কুমিল্লায় এসে তদন্ত করে যায়। তদন্তের পরই সহকারি পরিচালকের দুই সহযোগি কুমিল্লা জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের এফ,এ মোঃ মোবারক হোসেনকে মেঘনা উপজেলায় এবং হিসাব রক্ষক কাম ক্যাশিয়ার মোঃ জয়নাল আবেদিনকে মাদারীপুর জেলা প্রাণিসম্পদ অফিসে বদলি করা হয়। তদন্ত কমিটি ঢাকায় যাওয়ার পর থেকে সহকারি পরিচালক অভিযোগ প্রদানকারিদের বিরুদ্ধে উঠেপড়ে খারাপ আচরণ শুরু করেন। কারো কারো বিরুদ্ধে মিথ্যে অভিযোগ এনে থানায় সাধারণ ডায়রি করেন। সহকারি পরিচালকের এমন বাজে আচরণ ও কর্মকান্ডে ক্ষোভে ফুসে উঠছেন অফিসের কর্মকর্তা-কর্মচারিরা।

লিখিত অভিযোগে জানা যায়, জেলা কৃমিক প্রজনন কেন্দ্রের বর্তমান সহকারী পরিচালক (এ.পি) ডাঃ সাইদুর রহমান গত বছরের ১০ অক্টোবর অত্র অফিসে যোগদান করেন। যোগদানের পর হতে তার খারাপ আচরণে অত্র অফিসের বেশির ভাগ কর্মচারী অতিষ্ঠ হয়ে উঠে। সকলের সাথে তিনি উচ্চস্বরে কথা বলেন ও গালিগালাজ করেন । তিনি রাত ২/৩ টার সময় ষাড়ঁ রক্ষককে ফোন করে ষাড়েঁর ঘর পরিস্কার করেছে কিনা তা জানতে চায় এবং গালিগালাজ করেন। তার এমন আচরণে ষাড়ঁ রক্ষক শারিরীক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। অত্র কেন্দ্রের সুইপার কাম নাইট গার্ডকে তার কতব্য কর্মের বাইরেও দিনের বেলায় সহকারী পরিচালক (এ.পি) তাহার ব্যক্তিগত কাজ করতে বাধ্য করেন। ব্যক্তিগত কাজ করতে না চাইলে তিনি সুইপার কাম নাইট গার্ডকে হুমকি-ধমকি ও বকাঝকা করেন। তিনি অত্র অফিসের ড্রাইভার ও দৈনিক হাজিরা ভিত্তিক কর্মচারীদেরকে ও কারণে-অকারণে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। সহকারী পরিচালক (এ.পি) এর অত্যাচারে অতিষ্ঠ হয়ে ড্রাইভার অফিস ছেড়ে এ.আই. এ্যান্ড ই টি প্রকল্পের প্রকল্প পরিচালকের নিকট আশ্রয় গ্রহন করেন। সহকারী পরিচালক (এ.পি) এর সম্পর্কে খোজঁ নিয়ে জানা যায় তিনি ইসলামী ছাত্রশিবির ও জামায়াতের ইসলামের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। যোগদানের পর হতে তিনি অত্র অফিসে তাহার রাজনৈতিক দলের মতাদর্শী দলের দুজন স্টাফ এর সাথে যুক্ত হয়ে অফিসে অন্যান্যদের হয়রানির উদ্দেশ্যে গ্রুপিং শুরু করেন। উক্ত দুজন কর্মচারী ইতোপূর্বে অত্র অফিসের অফিসারদের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র করেছে। যাহার ফলে বিভিন্ন সময়ে তদন্তে দোষী সাব্যস্ত হয়ে তাদেরকে অন্যত্র শাস্তিমূলকভাবে বদলিও করা হয়েছে। অত্র জেলা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা হরিশ চন্দ্র বোস এর বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও তিনি হিন্দু হওয়ায় স্বাভাবিকভাবে সহকারী পরিচালক (এ.পি) ধরে নিয়েছেন বৈজ্ঞানিক কর্মকর্তা তাহার রাজনৈতিক মতাদর্শের বিরোধী। তিনি প্রায় সময় বলেন, ইসলামের শত্রু হচ্ছে এই মালাউন বিধর্মীরাই। যাহা তাহার সম্পূর্ণ মৌলবাদীক ধারণা। এ কারণে সহকারী পরিচালক (এ.পি) উক্ত বৈজ্ঞানিক কর্মকর্তাকে অহেতুকভাবে হয়রানি করছেন। যা তার কর্মকান্ডে ও আচরণে প্রকাশ পায়। গত ২৩ অক্টোবর তিনি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় এফ.এ.(এ.আই) মাহবুবুল আলম এর উপস্থিতিতে তাকে কৃত্রিম প্রজনন মালামাল সরবরাহ নিয়ে অহেতুক ভাবে শুধুমাত্র নিজের ব্যক্তিগত আক্রোশ মেটানোর জন্য বৈজ্ঞানিক কর্মকর্তাকে মালামালের চাহিদা পত্রের উপর কৈফিয়ত তলব করেন ও উচ্চস্বরে গালিগালাজ করেন। এছাড়া সহকারী পরিচালক (এ.পি) তাকে ও অত্র অফিসের মহিলা বৈজ্ঞানিক কর্মকর্তাকেও (প্রকল্প) অফিসের বাথরুম ব্যবহার করতে নিষেধ করেন এবং সুকৌশলে বৈজ্ঞানিক কর্মকর্তার কাছে থাকা বাথরুমের চাবিটিও তিনি তার নিকট নিয়ে নেন। ২২ নভেম্বর আনুমানিক বিকাল ৩ টার সময় সহকারী পরিচালক (এ.পি) বৈজ্ঞানিক কর্মকর্তাদ্বয়ের কক্ষে বসে কম্পিউটারে কাজ করছিলেন । তিনি প্রকল্পের মহিলা বৈজ্ঞানিক কর্তকর্তা ও ডাটা কালেক্টর এর উপস্থিতিতে বৈজ্ঞানিক কর্মকর্তা হরিশ চন্দ্র বোসকে হুমকি ধমকি শুরু করেন এবং এক পর্যায়ে সহকারী পরিচালক (এ.পি) উত্তেজিত হয়ে বৈজ্ঞানিক কর্মকর্তা হরিশ চন্দ্র বোসকে মারার জন্য কম্পিউটারের চেয়ার থেকে দাঁড়িয়ে যান। এসময় সহকারী পরিচালক (এ.পি) এর উচ্চস্বরের হুমকি ধমকি শুনে অফিসের লোকজন ছুটে এলে পরিস্থিতি স্বাভাবিক হয়। সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর পয়েন্টে এফ.এ.(এ.আই) মাহবুবুল হক অত্র কেন্দ্রে ষাড়েঁর সিমেন সংগ্রহ করে তরল সিমেন প্রস্তুতিতে সহায়তা করেন। সহকারী পরিচালক (এ.পি) উক্ত এফ.এ.(এ.আই) মাহবুবুল হককে একাধিক বার অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এছাড়া ও তিনি অত্র অফিসের প্রকল্পের ডাটা কালেক্টরকে ও উচ্চস্বরে গালিগালাজ করেন। বর্তমান সহকারী পরিচালক (এ.পি) ডি.এল.ও. কুমিল্লা এস.এস.ও. কুমিল্লা এল.আর.আই এবং কুমিল্লা সহকারী পোল্ট্রিফার্ম এর সহকারী পরিচালক মহাদয়গণের সাথেও দূর্ব্যবহার করেন।

জেলা প্রজনন কেন্দ্রের সহকারী পরিচালক (এ.পি) শুক্র ও শনিবারসহ সপ্তাহের সাত দিনই ভোর ৬ টায় অফিসে আসেন এবং রাত ৯টা পর্যন্ত অফিসে থাকেন। তার সাথে সকল স্টাফকে ও অফিসে থাকতে হবে তা না হলে তিনি সকলকে গালিগালাজ করেন। এছাড়া তিনি কারণে অকারণে যেকোন ব্যক্তিকে পুলিশে ধরিয়ে দেয়ার হুমকি দেন যা তার মানসিক বিকৃতির সুস্পষ্ট বহিঃপ্রকাশ। তার এমন আচরণে আমাদের ব্যক্তিগত ও পারিবারিক জীবন দুর্বিসহ হয়ে উঠেছে। একজন সুষ্ঠু মস্তিকের মানুষের পক্ষে এত নিচু ও বাজে ব্যবহার করা কখনোই সম্ভব নয়। এই মানসিক বিকারগ্রস্থ অফিসারের সাথে অফিসে কাজ সুষ্ঠুভাবে সম্পূন্ন করা অসম্ভব হয়ে পরেছে। তিনি সরকারের বেতন ভূক্ত কর্মচারী হয়েও এল. আর. আই. কুমিল্লার ভ্যাক্সিন তৈরীর মালামাল ক্রয়ের টেন্ডার কমিটি থেকে বৈজ্ঞানিক কর্মকর্তা হরিশ চন্দ্র বোসকে তাহার নাম প্রত্যাহারের জন্য চাপ প্রয়োগ করেন । এমনকি উক্ত টেন্ডার কমিটির সভাপতি ডি. এল. ও. এর স্বাক্ষরপত্র জারির পরেও তিনি বৈজ্ঞানিক কর্মকর্তা হরিশ চন্দ্র বোসকে টেন্ডার কমিটির সভায় উপস্থিত হতে দেন নাই। এর মূল কারণ হলো সঠিক টেন্ডার সম্পন্ন হতে না দেয়া। তাহলেই সরকারের উন্নয়ন কর্মকান্ডকে আটকে রাখা যাবে। এই ধরনের কর্মকান্ড তাহার রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নে সুপরিকল্পিত পন্থা।

জানা যায়, সহকারি পরিচালক যখন-তখন অফিসের কর্মকর্তা-কর্মচারিদের বিরুদ্ধে পুলিশের হয়রানি করার হুমকি প্রদান করছেন। আবার তিনি মিথ্যা অভিযোগ এনে থানায় সাধারণ ডায়রিও করেন।

এ বিষয়ে জানতে কুমিল্লা জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের সহকারি পরিচালক (এ.পি) ডাঃ সাইদুর রহমানের মুঠোফোনে কল দিলে তিনি সাংবাদিক পরিচয় জেনে বলেন, আমি অসুস্থ। এখন কথা বলতে পারবোনা বলেই মুঠোফোনের লাইন কেটে দেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি