শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » মিডিয়া » বার কাউন্সিল ও প্রেস ক্লাবের সামনে শিক্ষানবিশ আইনজীবীদের মানববন্ধন


বার কাউন্সিল ও প্রেস ক্লাবের সামনে শিক্ষানবিশ আইনজীবীদের মানববন্ধন


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক:

বেসরকারি বিশ্ববদ্যালয় থেকে দুই বছর মেয়াদী এলএলবি (পাস) ও ৪০ বছর উর্ধ্ব বয়সী ডিগ্রীধারীদের বার কাউন্সিল পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ লাভের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষানবিশ আইনজীবীরা।

বুধবার (১ মার্চ) অধিকার বঞ্চিত শিক্ষানবিশ আইনজীবী ফোরামের ব্যানারে বাংলাদেশ বার কাউন্সিল ভবন ও জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শিক্ষানবিশ আইনজীবীরা বেসরকারি বিশ্ববদ্যালয় থেকে দুই বছর মেয়াদী এলএলবি (পাস) ও ৪০ বছর উর্ধ্ব বয়সী ডিগ্রীধারীদের বার কাউন্সিল পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ লাভের দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করেন।

মানববন্ধনে বেসরকারি বিশ্ববদ্যালয় থেকে দুই বছর মেয়াদী এলএলবি (পাস) ডিগ্রীধারী ও ৪০ বছর উর্ধ্ব বয়সী এলএলবি ডিগ্রীধারী শিক্ষানবিশ আইনজীবীসহ বর্তমানে পাস কোর্সে আইন বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি