রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ভয়াবহ দূষণের শিকার বুড়িগঙ্গা


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক: চারশ’ বছরের প্রাচীন নগর ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। ১৮ শতকের গোড়ার দিকে ইস্ট-ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক আবাসিক প্রতিনিধি জন টেইলর বুড়িগঙ্গার অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হয়ে লিখেছিলেন, বর্ষাকালে যখন নদীটি পানিতে পরিপূর্ণ থাকে তখন দূর থেকে ঢাকাকে দেখায় ভেনিসের মতো। কালের আবর্তে বুড়িগঙ্গার সেই সৌন্দর্য এখন শুধুই ইতিহাস।

এক সময় যে নদীকে কেন্দ্র করে শুরু হয়েছিল ঢাকার নগরায়ন এখন সেই নগরায়নই যেন ক্রমশ নিঃশেষ করছে বুড়িগঙ্গাকে।  বুড়িগঙ্গা নদী দূষণের ভয়াবহতার ওপর এক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়, বর্তমানে বুড়িগঙ্গা ভয়াবহ দূষণের শিকার। বিগত ৩০-৪০ বছরের নগর জীবনের বিরূপ প্রভাবে দূষিত এ বুড়িগঙ্গা। নদী দখল, কাঁচামালের বর্জ্য, শিল্পবর্জ্য, ট্যানারি বর্জ্য, হাসপাতালের বর্জ্য, ইটভাটা, পলিথিন ইত্যাদির কারণে বুড়িগঙ্গা দূষিত বর্জ্যের আধাঁরে পরিণত হয়েছে।

২০১৬ সালের সেপ্টেম্বরে প্রকাশিত বাংলাদেশ নৌবাহিনীর একটি প্রতিবেদনে বলা হয়েছে, বুড়িগঙ্গা নদী দূষণের জন্য দায়ী  মূলত শিল্পবর্জ্য। নদীতে পড়া বর্জ্যরে ৬০ শতাংশ বর্জ্যই শিল্প খাতের। ৪০ শতাংশ ট্যানারি শিল্পের। ২০ শতাংশ অন্য শিল্পের। এর এর বাইরে ১৫ শতাংশ কঠিন বর্জ্য, ১৫ শতাংশ অন্য ও ১০ শতাংশ নৌযান বর্জ্য। প্রতিবেদনটিতে আরও বলা হয়, বুড়িগঙ্গা নদীতে প্রতিদিন ঢাকা শহরের ৪ হাজার ৫০০ টন আবর্জনা ও ২২ হাজার লিটার বিষাক্ত ট্যানারি বর্জ্য পড়ছে। এছাড়া পলিথিন জমে নদীটির তলদেশে ১০-১২ ফুট ভরাট হয়ে গেছে।

কেরানীগঞ্জের খোলামোড়া এলাকা থেকে পোস্তগোলা এলাকা পর্যন্ত বুড়িগঙ্গার পানি কুচকুচে কালো রঙের। অনেককে নাকে-মুখে রুমাল দিয়ে নৌকা পারাপার হতে দেখা গেছে। স্থানীয়রা জানান, কামরাঙ্গীরচর, জিনজিরা, সোয়ারিঘাট, চম্পাতলীসহ আশপাশের অনেক এলাকার মানুষ পানির এ তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ। বর্তমানে এ অবস্থা দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে বলে জানান তারা।

দেশের বিভিন্ন স্থান থেকে দেশী ফল ব্যবসায়ীরা সদরঘাটে ফল এনে এর বর্জ্য ফেলছে বুড়িগঙ্গায়। তবে তারা সিটি কর্পোরেশনের কাছে একটি ডাস্টবিনের ব্যবস্থা করার আবেদন জানালেও ডাস্টবিনের ব্যবস্থা না হওয়ায় বাধ্য হয়েই তারা বিভিন্ন বর্জ্য নদীতে ফেলে নদী দূষণে লিপ্ত হচ্ছে। ঢাকা ওয়াইজঘাট আড়তদার ফল ব্যবসায়ী সমিতির সভাপতি মজিবর রহমান যুগান্তরকে বলেন, বরিশাল, পটুয়াখালী, ভোলা এবং ফরিদপুরের একাংশের বিভিন্ন জায়গা থেকে এখানে ফল আসে। কোনো নির্দিষ্ট জায়গা না থাকায় অনেকে নদীতে এসব ফলের বর্জ্য ফেলে। তিনি আরও বলেন, আমরা চাই নদী দূষণ না হোক। কিন্তু কোনো সহযোগিতা পাচ্ছি না।

এ বিষয়ে বিআইডব্লিউটিসির জনসংযোগ কর্মকর্তা নজরুল ইসলাম মিশা যুগান্তরকে বলেন, ২২৭টি সংযোগ খাল ছিল এ বুড়িগঙ্গায়। এর মধ্যে দখলকৃত ১৭০টি খাল উদ্ধার করা গেছে। বাকিগুলো উদ্ধার করা সম্ভব হয়নি। কারণ প্রভাবশালীরা এসব খাল দখলের সঙ্গে জড়িত আছে। মসজিদ নির্মাণের নামেও দখল করা হয়েছে এসব খাল। তবে নদীর পরিবেশ রক্ষা করার জন্য ওয়ার্ল্ড ব্যাংক ইতিমধ্যে আড়াই হাজার কোটি টাকার অনুদান দিয়েছে বলে তিনি জানান।

বিশেষজ্ঞরা বলছেন, নদী দূষণ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হলেও এ ব্যাপারে কার্যকর কোনো পদক্ষেপই নেয়া হয়নি। শুধু দখল রোধে কিছু অভিযান চালানো হয়েছে মাত্র। তারা বলছেন, গাজীপুর, টঙ্গী, সাভার, কেরানীগঞ্জ, কামরাঙ্গীরচর, রূপগঞ্জ ঢাকা শহরের পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চল থেকে নির্গত তরল বর্জ্য নির্গমনের মুখগুলো নদীর দিক থেকে ঘুরিয়ে নিতে হবে যাতে নদীতে বর্জ্য নিক্ষিপ্ত হতে না পারে। এছাড়া নতুন লাইন তৈরি করে নদীর কিনারা দিয়ে দূরে বিশাল বাঁধানো কূপ, শোধনাগার বা কারখানা (রিসোর্স অব রিসাইকেল ইউনিট) স্থাপন করতে হবে।

নদী গবেষণা ইন্সটিটিউটের সাবেক মহাপরিচালক কাজী আবু সাইদ এ প্রসঙ্গে বলেন, বুড়িগঙ্গাকে বাঁচাতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। বিভিন্ন উৎস থেকে আসা বর্জ্য, বিশেষ করে লৌহজাত দ্রব্যগুলো নদীর তলদেশে জমা হয়। এ উৎসগুলো বন্ধ করা গেলে বুড়িগঙ্গাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব।

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি