সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ট্রাম্প ও মোদির মধ্যে অদ্ভুত মিল, দু’জনেই মুসলিমবিরোধী: লালু প্রসাদ


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০৩.২০১৭


ডেস্ক রিপোর্টঃ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশকে বিভক্ত করতে চাচ্ছেন বলে মন্তব্য করেছেন বিহারের সাবেক মুখ্যমন্ত্রী ও রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) প্রধান লালু প্রসাদ যাদব। বুধবার উত্তর প্রদেশের ভীমপুরায় সমাজবাদী পার্টির (সপা) প্রার্থী গোরখ পাসোয়ানের সমর্থনে এক নির্বাচনি সমাবেশে বক্তব্য রাখার সময় তিনি ওই মন্তব্য করেন।

লালু প্রসাদ বলেন, ‘মোদি এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে অদ্ভুত মিল রয়েছে। এরা দু’জনেই মুসলিমবিরোধী। প্রধানমন্ত্রী মোদি যেভাবে বিবৃতি দিচ্ছেন তাতে এটা স্পষ্ট যে, তিনি দেশকে ভাগ করতে চাচ্ছেন।’

‘বিজেপি’কে ‘ভারত জ্বালাও পার্টি’ বলে অভিহিত করে তিনি বলেন, স্বাধীনতা আন্দোলনে বিজেপি’র লোকদের কোনো অবদান ছিল না। তৎকালীন জনসঙ্ঘ নেতা ইংরেজদের সঙ্গে ছিলেন।’

উত্তর প্রদেশের পক্ষ থেকে দত্তক নেয়া প্রসঙ্গে প্রধানমন্ত্রীর মন্তব্যকে কটাক্ষ করে লালু প্রসাদ প্রশ্ন তুলে বলেন, কেউ কী কোনো বৃদ্ধ ব্যক্তিকেও দত্তক নেয়?

রাজ্যে পুনরায় সপা সরকার গঠন করবে বলে আশাবাদ ব্যক্ত করে লালু প্রসাদ বলেন, ‘অখিলেশ যাদবকে (সপা প্রধান ও মুখ্যমন্ত্রী) কেবল নির্বাচনে লাইসেন্স নবায়ন করতে হবে।’

বারাণসীতে পিন্ডেরা বিধানসভা আসনে সপা-কংগ্রেস জোট প্রার্থী অজয় রায়ের সমর্থনে বক্তব্য দেয়ার সময় লালু প্রসাদ বলেন, বিজেপি’র কাউন্টডাউন শুরু হয়ে গেছে। উত্তর প্রদেশে জোটের হাওয়া। সপা-কংগ্রেস জোট ৩০০’র বেশি আসনে জয়ী হবে বলে তিনি দাবি করেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি