রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


‘বামদল পারলে আমরা কেন পারবো না’


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক:

গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে দুটি ছোট বামদল হরতালের মত কর্মসূচি দিলেও বিএনপি কেন এ বড় ধরনের কোনো প্রতিবাদ করেনি-তা নিয়ে প্রশ্ন তুলেছেন দলটির একজন শীর্ষস্থানীয় নেতা। গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর হওয়ার পরদিন বিএনপির ‘অবস্থান প্রতিবাদ কর্মসূচি’তে যোগ দিয়ে এই প্রশ্ন তোলেন দলের ভাইস চেয়ারম্যান মীর মো. নাসির উদ্দিন।

বুধবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শুরু হয় বিএনপির এই কর্মসূচি। এতে দলের শীর্ষস্থানীয় বেশ কয়েকজন নেতা ছাড়াও মহানগরের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। এই কর্মসূচি চলবে বেলা ১২টা পর্যন্ত।

গত বৃহস্পতিবার এনার্জি রেগুলেটরি কমিশন চার মাসের ব্যবধানে দুই দফা গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত জানায়। এরই মধ্যে ১ মার্চ থেকে প্রথম দফা দাম বৃদ্ধি কার্যকর হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আবাসিকে দুই চুলার জন্য ৬৫০ টাকার জায়গায় এখন থেকে দিতে হবে ৮০০ টাকা। আর সিএনজির দাম প্রতি ঘনফুট ৩৫ টাকা থেকে বেড়ে ৩৮ টাকা হয়েছে। বেড়েছে বাণিজ্যিক গ্যাসের দামও।

আগামী জুন থেকে আরেক দফা দাম বাড়িয়ে আবাসিকে দুই চুলার জন্য ৯০০ টাকা এবং সিএনজির দাম ৩৮ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা করার ঘোষণা হয়েছিল। তবে এই সিদ্ধান্ত স্থগিত করেছে উচ্চ আদালত।

গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে গত মঙ্গলবার রাজধানীতে আধাবেলা হরতাল কর্মসূচি পালন করেছে দুই বাম দল সিপিবি ও বাসদ। এই কর্মসূচিতে বিএনপি সমর্থন দিলেও এর পক্ষে মাঠে নামেনি। তবে একই দিন এই ‘অবস্থান প্রতিবাদ কর্মসূচি’ ঘোষণা করে দলটি।

প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিয়ে বিএনপি নেতা মীর নাসির বলেন, ‘বামদল পাররলে আমরা কেন পারবো না। চার দেয়ালের মধ্যে নয়, আমাদের রাস্তায় ঝাঁপিয়ে পড়তে হবে।’

রাজপথে কর্মসূচি না দিলেও সরকার মামলা দেয় উল্লেখ করে এই বিএনপি নেতা বলেন, ‘ঘরে বসে থাকলেও মামলার আসামি হতে হয়।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি