রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ভূমি অফিসগুলোতে দুর্নীতি বেড়েই চলেছে


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০৩.২০১৭

ডেস্ক রিপোর্টঃ

রাজধানীর বিভিন্ন ভূমি অফিসে বেড়েই চলছে দুর্নীতি। গ্রাহকদের পে-অর্ডার জমিয়ে রাখা, রেজেষ্ট্রির খাতা না রাখাসহ নানারকম দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। ফলে ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ। ভোগান্তি রক্ষা পেতে ঘুষ দিতে বাধ্য হচ্ছে তারা। অফিসগুলোতে এমন অনিয়ম ও দুর্নীতি খুঁজে পেলেও কোন আইনি ব্যবস্থা নেয়নি দুদকের পরিদর্শক দল।

ভূমি অফিসের নিয়ম অনুযায়ী দিনের পে-অর্ডার দিনের মধ্যেই জমা দিতে হয়। অথচ অভিযোগ পাওয়া গেছে, ২০ দিন ধরে গ্রাহকের পে-অর্ডার ব্যাংকে জমা দেয়নি ধানমন্ডির সাব রেজিষ্ট্রি অফিস। টাকার অংকে এসব পে-অর্ডার প্রায় সাড়ে ১৩ কোটি টাকা। কেন টাকা ব্যাংকে জমা দেয়া হয়নি? এমন প্রশ্নের উত্তর দিতে পারেনি কর্তৃপক্ষ।

দুদকের দল পরিদর্শনে দলের পরিদর্শনের বদৌলতে পে-অর্ডার জামা হলেও এর নির্দিষ্ট কোন কারণ দর্শাতে পারেনি রেজিস্ট্রি কর্তৃপক্ষ। এসব পে-অর্ডার ব্যাংকে জামা না হলে জমি রেজিস্ট্রিও হতো না। ফলে গ্রাহকদের গুনতে হতো ঘুষ বাবদ বাড়তি টাকা। কৃর্তপক্ষ বলছে, এমন ঘটনা কেবল অসর্তকতার কারনেই হয়েছে।

এ সর্ম্পকে ধানমন্ডির সাব রেজিষ্ট্রার জামিনুল হক বলেন, বিষয়টি তার অজানা ছিলো। অগোচরে থাকায় এমনটি হয়েছে।

এদিকে এমন অপরাধের জন্য ভোগান্তির শিকার হচ্ছে মানুষ। আর ভোগান্তির থেকে রক্ষা পেতেই ঘুষ দিচ্ছে ভুক্তভোগীরা। তাছাড়া ব্যাংকের সাথে যুক্ত হয়ে পে-অর্ডারের টাকা আত্মসাৎ করার ঘটনাও আছে বলে জানায় দুদক। এদিকে এসব অসঙ্গতি দেখেও কোন আইনি ব্যবস্থা নেয়নি দুদক।

এ সম্পর্কে দুদক পরিচালক এনামুল বাসির বলেন, এসব অনিয়মের ঘটনা দুদক কতৃপক্ষকে অবশ্যই জানানো হবেৎ এবং পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।

তাছাড়া রেজেষ্ট্রি অফিসগুলোতে সব ধরনের কাজে অসচ্ছতা দেখা গেছে বলে জানায় দুদক।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি