রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


বিয়ের প্রলোভনে ধর্ষণ, অতঃপর…


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৩.২০১৭

ডেস্ক রিপোর্টঃ

দাবি অনুযায়ী যৌতুক দিতে ব্যর্থ হওয়ায় শেষ পর্যন্ত সম্পর্কটা বিয়েতে গড়ায়নি। এর আগেই আত্মহত্যা করেন ২২ সপ্তাহের অন্তঃসত্ত্বা কিশোরী বৃষ্টি।

গত বছরের ২ অক্টোবর রাজধানীর কামরাঙ্গীরচরের বড়গ্রাম এলাকার একটি বাড়ি থেকে বৃষ্টি আক্তার (১৬) নামে ওই কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার দিন বৃষ্টির মা রাহেলা বেগম বাদী হয়ে কামরাঙ্গীরচর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেন।

প্রথমে অপমৃত্যু হিসেবে ধরা হলেও, পরবর্তীতে অনুসন্ধানে বেরিয়ে আসে আত্মহত্যার মূল রহস্য। আত্মহত্যার প্ররোচনাকারী হিসেবে একই এলাকার বাসিন্দা মিজানুর রহমান সোহাগকে (২২) আটকের পর কিশোরীর আত্মহত্যার কারণ সম্পর্কে নিশ্চিত হয় পুলিশ।

কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকির বাংলানিউজকে বলেন, গত বছরের অক্টোবরে একটি বাড়ির দু’তলার একটি ফ্ল্যাটে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় বৃষ্টির মরদেহ উদ্ধার করা হয়। মিটফোর্ড হাসপাতালে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। প্রথমে মেয়ের বাবা-মা এটিকে স্বাভাবিক আত্মহত্যা ধরে নিয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করেন। মামলা নং-৪২।

২০ ফেব্রুয়ারি মিটফোর্ড হাসপাতাল থেকে ময়নাতদন্ত রিপোর্ট হাতে পায় পুলিশ। রিপোর্টে বৃষ্টি আক্তারকে ২২ সপ্তাহের অন্তঃসত্তা হিসেবে উল্লেখ করা হয়।

ওসি বলেন, পরে আমরা ভিকটিমের বাবা-মায়ের সাথে যোগাযোগ করলে তারা বৃষ্টির সঙ্গে সোহাগ নামে এক যুবকের সম্পর্কের কথা জানায়। তবে মামলা করতে চায়নি তারা। তখন পুলিশই বিয়ের প্রলোভনে ধর্ষণ ও আত্মহত্যার প্ররোচণার দায়ে একটি মামলা দায়ের করে। ২৪শে ফেব্রুয়ারি থানার উপ-পরিদর্শক (এসআই) হাসিবুল হাসান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলা নং-৪১।

ওইদিন রাতেই ফোন নম্বর ট্র্যাকিং করে সোহাগকে কামরাঙ্গীরচর এলাকার তার এক আত্মীয়র বাসা থেকে আটক করা হয়। আটকের পর প্রাথমিক দোষ স্বীকারের ভিত্তিতে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় সোহাগ। ২৫ ফেব্রুয়ারি ১৬৪ ধারায় আদালত তার জবানবন্দি রেকর্ড করেন।

সোহাগের স্বীকারোক্তির বরাত দিয়ে পুলিশ জানায়, বৃষ্টি ও সোহাগের বাসা পাশাপাশি। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক চলছিলো। তাদের মধ্যে বেশ কয়েকবার শারীরিক মেলামেশার কথাও স্বীকার করে সোহাগ।

বৃষ্টি যখন অন্তঃসত্ত্বা তখন সে সোগাহকে বিয়ের জন্য চাপ দেয়। বৃষ্টির পরিবারও তাদের সম্পর্কের কথা ভেবে সোহাগের পরিবারের কাছে প্রস্তাব পাঠায়। পরে সোহাগের পরিবার থেকে ৮জন বিয়ের কথা বলতে বৃষ্টির বাড়িতে যায়। তারা মেয়ের পরিবারের কাছে তিন লাখ টাকা যৌতুক দাবি করে। কিন্তু বৃষ্টির পরিবার দেড় লাখ টাকা দিতে রাজি হয়। মেয়ের পরিবার জানায়, বিয়ের সময় ১ লাখ ও বিয়ের ২ মাস পর বাকি ৫০ হাজার টাকা দেবে। কিন্তু সোহাগের পরিবার একবারেই দেড়লাখ টাকা দিতে হবে হয় বিয়ে হবে না হয় বাদ। কিন্তু বৃষ্টির পরিবার একসঙ্গে এতো টাকা না দেওয়ায় বিয়ে হয়নি।

যৌতুকের কারণে বিয়ে ভেঙে গেলেও তারা পালিয়ে বিয়ে করবে বলে আশ্বাস দেয় সোহাগ। ২ অক্টোবর সকালে সোহাগ বৃষ্টিকে বলে, আমাকে ছয়টা মাস সময় দাও। ওইদিন বিকেলেই আত্মহত্যা করে বৃষ্টি।

ওসি বলেন, সোহাগ যখন বৃষ্টিকে ৬মাস অপেক্ষা করতে বলে তখন সে প্রায় ৫ মাসের অন্তঃসত্ত্বা। সোহাগ চালাকি করে তাকে এই আশ্বাস দেয়। আর তাই নিজের সম্ভ্রমহানীর কথা ভেবে আত্মহত্যা করে বৃষ্টি।

আদালত সোহাগের জবানবন্দি রেকর্ড করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ও সোহাগের ডিএনএ টেষ্টের নির্দেশ দিয়েছেন বলেও জানান ওসি।

বৃষ্টি ৬ষ্ঠ শ্রেনী পর্যন্ত পড়াশোনা করার পর আর করেনি। আর সোহাগ একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরীতে কর্মরত ছিলো।

বৃষ্টির বাবা আব্দুল জাব্বার ও মা রাহেলা বেগম শরিয়তপুরের জাজিরা এলাকার বাসিন্দা। সোহাগের বাবা সেন্টু মিয়া ও মা মালা বেগম নোয়াখালীর সুবর্ণচর এলাকার বাসিন্দা। তারা কামরাঙ্গীরচর এলাকায় ভাড়া থাকতেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি