রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


বাংলাদেশের নতুন বাল্যবিবাহ আইনে জাতিসংঘের উদ্বেগ প্রকাশ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৩.২০১৭

ডেস্ক রিপোর্ট:

অপ্রাপ্ত বয়সেও বিয়ের বিধান রেখে বাংলাদেশে যে নতুন আইন করা হয়েছে সে বিষয়ে গতকাল উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ।

নতুন এই আইনে ছেলেদের নূন্যতম বিয়ের বয়স ধরা হয়েছে ২১ বছর এবং মেয়েদের ১৮ বছর। কিন্তু ‘বিশেষ পরিস্থিতি’-তে অর্থাৎ কোন মেয়ে পালিয়ে গেলে, ধর্ষিত হলে অথবা বিয়ে ছাড়াই গর্ভবতী হয়ে গেলে তখন এই আইন শীথিল করা হবে।

মানবাধিকার সংস্থাগুলো এবিষয়েও কোন নূন্যতম বয়স নির্ধারণ করে না দেওয়ায় এবং অপ্রাপ্তবয়স্ক একজন মেয়ের স্বাস্থ্য-ঝুঁকি নিয়ে তাদের আশঙ্কার কথা জানিয়েছে।

বাংলাদেশে জাতিসংঘের শিশু অধিকার রক্ষা বিষয়ক প্রতিষ্ঠান ইউনিসেফ এই ‘বিশেষ পরিস্থিতি’ ও শিশুদের ওপর এর প্রভাব নিয়ে তাদের উদ্বেগ প্রকাশ করেছে।

এক ইমেইল বার্তায় ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি এডওয়ার্ড বেইগবেদার বলেন, ‘বাল্যবিবাহ একজন মানুষের সারা জীবনের ওপর প্রভাব ফেলে। এটা তার জীবনে সুযোগগুলো কমিয়ে দেয় এবং শিশু হিসেবে তার বেড়ে ওঠাকে খর্ব করে।’

উল্লেখ্য, এ সংক্রান্ত ব্রিটিশ উপনিবেশিক আমলের আইনটি বদলিয়ে ‘বাল্যবিবাহ রোধ আইন’ এই সপ্তাহে জাতীয় সংসদে পাস হয়।

ইউনিসেফের হিসেব অনুযায়ী ২০০৬ সাল থেকে ২০১৩ সালের মধ্যে বাংলাদেশে বাল্যবিবাহের হার প্রায় অর্ধেক কমে গেছে।

মানবাধিকার সংস্থাগুলোর আশঙ্কা প্রকাশ করে বলেছে, নতুন আইনে এই ‘বিশেষ পরিস্থিতি’-র বিধানটি দেশের এই সাফল্যকে ম্লান করে দেবে। এছাড়াও, এটি বিবাহিত শিশুদের বিদ্যালয় থেকে ঝরে পড়তে বাধ্য করবে। এ অবস্থায় নতুন করে শিশু শ্রম সৃষ্টি হবে বলে তারা মনে করে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি