রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


বিজিএমইএ ভবন ভেঙ্গে ফেলার আদেশ বহাল, আপিল খারিজ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক:

ঢাকার হাতিরঝিল এলাকায় তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন, বিজিএমইএ-র ১৬ তলা ভবন ভেঙ্গে ফেলার আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ।

সর্বোচ্চ আদালতের দেয়া রায় পুনর্বিবেবচনার জন্য বিজিএমইএ-র করা আবেদন খারিজ করে দিয়েছে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ।

এর ফলে বিজিএমইএ ভবনটি ভেঙ্গে ফেলা এখন শুধুমাত্র সময়ের ব্যাপার।

২০১১ সালে হাইকোর্ট ভবনটি ভেঙ্গে ফেলার নির্দেশ দিয়েছিল। গতবছরের ৮ই নভেম্বর পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হবার পর রায়টি পুনর্বিবেচনার জন্য আপিল বিভাগের কাছে আবেদন করেছিল বিজিএমইএ।

সেই আবেদন খারিজ করে ভবনটি অন্যত্র সরাতে কতদিন সময় লাগবে তা জানতে চেয়েছে আপিল বিভাগ। আগামী বৃহস্পতিবার শুনানি করে এবিষয়ে আদেশ দেবে আদালত।

বিজিএমইএ ভবনকে হাতিরঝিল প্রকল্পে ‘ক্যান্সারের মত’ বলে হাইকোর্টের রায়ে উল্লেখ করা হয়েছিল। রায়ে নিজ খরচে ভবনটি ভাঙ্গতে বিজিএমইএ-কে নির্দেশ দেয়া হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি