রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » সর্বশেষ » কুমিল্লা সদর উপজেলা নির্বাচনে অধিকাংশ কেন্দ্রেই ভোটার উপস্থিতি কম


কুমিল্লা সদর উপজেলা নির্বাচনে অধিকাংশ কেন্দ্রেই ভোটার উপস্থিতি কম


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০৩.২০১৭


স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে বেশির ভাগ ভোট কেন্দ্রেই ভোটার উপস্থিতি খুবই কম । তবে সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। তবে বেশ কয়েকটি কেন্দ্রে বিএনপির এজেন্ট পাওয়া যায়নি।
সোমবার (৬ মার্চ) সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়।
উপজেলার ধনুয়াখোলা আর্দশ পাবলিক কলেজ, সুবর্ণপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, রঘুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় , রাচিয়া মাদ্রাসা কেন্দ্র, বলরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রেলওয়ে পাবলিক উচ্চ বিদ্যালয়, ছায়া বিতান সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বেশ কয়েকটি ভোট কেন্দ্র ঘুরে দেখা গেছে সেখানে অধিকাংশ ভোট কেন্দ্রেই ভোটার উপস্থিতি খুবই নগণ্য । এছাড়া বেশ কয়েকটি কেন্দ্রে বিএনপির চেয়ারম্যান প্রার্থীর এজেন্ট পাওয়া যায়নি।
ভোটগ্রহণ শুরু হওয়ার পর বেলা ১১ টা পর্যন্ত প্রায় কেন্দ্রেই ভোটার উপস্থিতি খুবই কম ছিল। বেলা ১১ টার পর থেকে ভোটার উপস্থিতি বাড়তে থাকে। মহিলা ভোটাররা কেন্দ্রে আসতে শুরু করলেও পুরুষ ভোটারের উপস্থিতি কম।
বিএনপি প্রার্থী রেজাউল কাইয়ূম তার এজেন্টদের বের করে দেয়া এবং কোনো কোনো ভোট কেন্দ্রে এজেন্টদের না যাওয়ার জন্য হুমকি দিয়ে নানা ভয়ভীতি দেখানোর অভিযোগ করেছেন আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে।
জানা যায়, আদর্শ সদর উপজেলার চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ (নৌকা) মনোনীত প্রার্থী অ্যাড. মো. আমিনুল ইসলাম টুটুল এবং বিএনপি (ধানের শীষ) মনোনীত প্রার্থী মো. রেজাউল কাইয়ুম।
এ উপজেলার ৬টি ইউনিয়নের মোট ভোটার ১ লাখ ৯১ হাজার ৩৫২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯৬ হাজার ১৯৭ জন ও নারী ভোটার ৯৫ হাজার ১৫৫ জন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি