রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


হাইওয়ে পুলিশের ‘হাই প্রোফাইল’ চাঁদাবাজি


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক:

চট্টগ্রাম জেলায় হাইওয়ে পুলিশের চলছে হাই প্রোফাইল চাঁদাবাজি। পরিবহন মালিক ও চালকরা এ ‘হাই প্রোফাইল’ শব্দটিকে তারা নিজেদের মতো করে বলছেন এ চাঁদাবাজি হাই রেট বা বেশি দরের। হাইওয়েতে শৃঙ্খলা ফেরাতে হাইওয়ে পুলিশের পদ সৃষ্টি হলেও শুধুমাত্র তাদের চাঁদাবাজিতে সুশৃঙ্খল পরিবেশ তৈরি হয়নি বলে অভিযোগ দীর্ঘদিনের।

জানা গেছে, চট্টগ্রাম জেলায় ৩টি হাইওয়ে থানা ও ৪টি পুলিশ ফাঁড়ি রয়েছে। থানাগুলোর মধ্যে রয়েছে সীতাকুন্ডের বার আউলিয়া, রাউজান, দোহাজারী। আর ফাঁড়ির মধ্যে রয়েছে জোরারগঞ্জ, কুমিরা, নাজিরহাট ও পটিয়া ক্রসিং। আর চট্টগ্রাম সার্কেলের মধ্যে রয়েছে চট্টগ্রাম জেলা ছাড়াও রাঙ্গামাটি, ফটিকছড়ি, কক্সবাজার, বান্দরবান জেলা।

হাইওয়ে পুলিশের দায়িত্বের মধ্যে রয়েছে গতি নিয়ন্ত্রণ, শৃঙ্খলা আনয়ন, প্রতিবন্ধকতা মোকাবেলা করা, সিএনজি চলাচল প্রতিরোধ করা। কিন্তু যেসব কাজ তাদের জন্য নির্ধারিত, তার চেয়ে তারা অন্য কাজ করতেই পছন্দ করেন বলে অভিযোগ রয়েছে। কিন্তু লোকবলসহ নানা সংকটে হাইওয়ে পুলিশের কাজ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার গোলাম মোহাম্মদ।

তিনি জানান, হাইওয়ে পুলিশের প্রধান সীমাবদ্ধতার মধ্যে রয়েছে লোকবল সংকট। গোটা চট্টগ্রাম সার্কেলে ১৬০ জন কর্মরত থাকলেও দরকার আরো ১৬০ জনের। এছাড়াও স্পীডগান, সিগন্যাল লাইট, ওয়ারলেস, রিফ্লেকটিভ বেসডসহ ইত্যাদি উপকরণ হাইওয়ে পুলিশের প্রয়োজন হলেও তা তারা পায়না। আর এজন্যই হাইওয়ের সৃশৃঙ্খল ফিরাতে তাদের বেগ পেতে হচ্ছে।

অভিযোগ আছে, পটিয়াসহ বিভিন্ন হাইওয়ে ক্রসিং পুলিশ ফাঁড়ির সদস্যরা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে দাঁড়িয়ে প্রতিদিন যানবাহন থেকে চাঁদাবাজি চালিয়ে আসছে। মহাসড়কে সিএনজি ট্যাক্সি চলাচলের ওপর বিধি নিষেধ আরোপকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের চলছে প্রতিদির লাখ টাকার বাণিজ্য।

স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম শাহ আমানত সেতু পাড় হয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক এ মহাসড়কে সাধারণত আঞ্চলিক মহাসড়কের শ্রেণিভুক্ত। পটিয়া থেকে লোহাগাড়া পর্যন্ত মহাসড়কের দুই পাশে রয়েছে অনকেগুলো গ্রামীণ সড়ক। আর এই সড়কগুলো একটি থেকে অপরটিতে যোগাযোগ করতে সিএনজি ট্যাক্সি মহাসড়কে ওঠা ছাড়া উপায় থাকেনা। আর এ সুযোগে হাইওয়ে পুলিশ সদস্যরা প্রতিদিন সিএনজি ট্যাক্সি আটকিয়ে প্রতি গাড়ি থেকে ৫ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানার নামে চাঁদা আদায় করে। কিন্তু পুলিশ জরিমানা আদায়ের ক্ষেত্রে কোনো প্রকার রশিদ দেয় না।

এদিকে পটিয়াসহ দক্ষিণ চট্টগ্রামের সিএনজি চালকদের অনেকেরই অভিযোগ, হাইওয়ে পুলিশের অত্যাচারে তারা গ্রামীণ সড়কেও যাত্রী বহন করতে দুর্ভোগে পড়েছে। কারণ হঠাৎ অসুস্থ হওয়া রোগী, ডেলিভারি রোগী, জরুরি প্রয়োজনে আত্মীয়ের বাড়িতে যাওয়া লোকজনের সিএনজি ট্যাক্সি ব্যতীত কোনো ভরসা থাকে না। এ অবস্থায় এক সড়ক থেকে অন্য সড়কে যেতে বাধ্য হয়ে মহাসড়কে উঠতে হয়। আর এ সুযোগে ট্যাক্সি আটকিয়ে পুলিশ মোটা অংকের চাঁদাবাজি করে।

অভিযোগ রয়েছে, পটিয়া হাইওয়ে শিকলবাহা ক্রসিং পুলিশ ফাঁড়ি ইনচার্জ জিল্লুর রহিমের নেতৃত্বে পুলিশ সদস্যরা মহাসড়কের পটিয়ার মনসার টেক, শান্তিরহাট, বাদামতল, গিরি চৌধুরীর বাজার, জলুর দিঘীর পাড়, রৌসন হাট, চন্দনাইশের খান হাট, দোহাজারী বাজার, আনোয়ারার ফকিরনির হাটে দাঁড়িয়ে সিএনজি টেক্সি ছাড়াও শাকসবজি পিকআপ ভ্যান বিভিন্ন পণ্যবাহী ট্রাক, মাইক্রোবাস, কার্ভাডভ্যান থেকে চাঁদাবাজি করে থাকে। অনেক সময় মাছ ও মৎস্য পোনা পরিবহণকারী গাড়ি দীর্ঘক্ষণ আটকিয়ে রাখার ফলে পোনা মাছ মরে নষ্ট হয়ে যায়। রাত্রিকালীন হাইওয়ে পুলিশ পটিয়া জলুর দিঘীর পাড় এলাকায় দাঁড়িয়ে চোরাই কাঠ ও চোরাই পণ্যবাহী গাড়ি থেকে চাঁদাবাজি চালায় বলেও অভিযোগ রয়েছে।

কিন্তু এ অভিযোগ অস্বীকার করে পটিয়া হাইওয়ে শিকলবাহা ক্রসিং পুলিশ ফাঁড়ি ইনচার্জ জিল্লুর রহিম জানান, সপ্তাহের যে কোনো দিন (বুধবার ছাড়া) সিএনজি কিংবা অন্য কোনো গাড়ি হাইওয়ে পুলিশ আটক করলে বুধবার পর্যন্ত অপেক্ষা করতে হয়। কারণ ‍ওইদিন হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার গোলাম মোহাম্মদ ফাঁড়িতে এসে আটক গাড়ির মামলাগুলো পর্যবেক্ষণ করেন এবং মামলাগুলো নিস্পত্তির সিদ্ধান্ত গ্রহণ করেন। কিন্তু কোনো গাড়ির মালিক বেশিদিন গাড়ি আটকে রাখলে ক্ষতির সম্মুখীন হবে বলে মনে করে আমাদেরকে খুশি হয়ে কিছু টাকা-পয়সা হাতে গুজে দেয়। আমরা তাদের মঙ্গলের দিক বিবেচনা করে তখন গাড়ি ছেড়ে দেই। কিন্তু সেটা চাঁদাবাজি নয় বলে জানান তিনি।

চট্টগ্রাম জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের নেতা মোহাম্মদ হারুনুর রশিদ জানান, মহাসড়কে সিএনজি দেখলেই পুলিশ আটক করে বাণিজ্য করছে। দাবি মতো টাকা না দিলে আটকাদেশ দেয়া হয়। জরিমানার নামে যানবাহন থেকে টাকা নিলেও রশিদ দিচ্ছে না। যার ফলে টাকাগুলো সরকারি কোষাগারে যাচ্ছে না।

নয়ন শেখ নামে এক পরিবহন মালিক জানান, ট্রাফিক পুলিশ প্রায় প্রতিটি পয়েন্টে গাড়ি থামিয়ে কাগজপত্র চেকের নামে চাঁদা নেয়। তিনি আরো বলেন, কাগজপত্র সঠিক না পেলে তারা খুশি হয়। কোনো না কোনো অজুহাতে পুলিশ টাকা আদায় করেই ছাড়ে। টাকা আদায়ে ব্যর্থ হলে দীর্ঘ সময় আটকে রাখার পর দেওয়া হয় মামলা।

তাই হাইওয়ে পুলিশের কর্মকান্ড নিয়েও যাত্রী, পরিবহন মালিক শ্রমিকদের অভিযোগের কমতি নেই। পরিবহন মালিক শ্রমিকরা জানান, হাইওয়ে পুলিশ মহাসড়কে যান চলাচল নির্বিঘ্ন করার চেয়ে নিরিবিলি নির্দিষ্ট স্পটে দাড়িয়ে চাঁদাবাজি করে যাচ্ছে। তারা টোকেন পদ্ধতি চালু না করলেও হাইওয়ে সড়কে দায়িত্বরত দিনের পেট্রোল পার্টি প্রতিদিন নির্দিষ্ট একটি স্থানে আর রাতের পেট্রোল পার্টি অপর একটি স্থানে অবস্থান নিয়ে চাঁদাবাজি চালিয়ে যাচ্ছে। হাইওয়ে সড়ক দিয়ে নানাভাবে মাদক, কাঠসহ অবৈধ মালামাল পাচার হলেও এসব অপকর্ম নিয়ন্ত্রণে এ বাহিনীর কোনো ভূমিকা দেখা যাচ্ছে না।

এদিকে উত্তর চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার ছোট দারোগাহাট স্কেল এলাকা, সীতাকুন্ড উত্তর বাইপাস, কুমিরা পুলিশ ফাঁড়ি থেকে একটু উত্তরে মগপুকুর এলাকা, কুমিরা বাইপাস ও মাদামবিবির হাট কনফিডেন্স সিমেন্ট ফ্যাক্টরি এলাকায় হাইওয়ে পুলিশ নিয়মিত গাড়ি দাঁড় করিয়ে চাঁদা নিচ্ছে। হাইওয়ে পুলিশের কর্মকর্তারা ট্রাক চালকদের প্রথমে হাতের ইশারা দিয়ে গাড়ি দাঁড় করায়। পড়ে কাগজ পত্র দেখে সঠিক নাই বলে চালকের কাছ থেকে ৮ থেকে ১০ হাজার টাকা চাঁদা দাবি করেন বলে জানা গেছে।

তবে আরো জানা গেছে, মাইক্রোবাস থেকে চাঁদা নেয়া হয় একটু ভিন্নভাবে। গাড়ি রিকুইজিশন করার নাম দিয়ে প্রথমে গাড়ি দাঁড় করায়। চালকরা গাড়ি রিকুইজিশন করাতে অসম্মতি জানালে টাকা দাবি করে সর্বনিম্ন ৫’শ থেকে হাজার টাকা পর্যন্ত।

মাইক্রোবাস চালক শেখর জানান, সীতাকুন্ড উপজেলার তিন চার জায়গায় পুলিশ গাড়ি দাঁড় করায়। প্রথমে রিকুইজিশনের কথা বলে পরবর্তীতে চাঁদা দাবি করে। এক এক গাড়ি থেকে এক এক পরিমাণে চাঁদা আদায় করে বলে দাবি করেন তিনি। কারো কাছ থেকে ২’শ কারো কাজ থেকে ৫’শ আবার কারো কাজ থেকে হাজার টাকাও আদায় করা হয় বলে দাবি করেন তিনি। তিনি আরো বলেন, যে সব এলাকায় রাস্তার অবস্থা খুব খারাপ সে সব এলাকায় পুলিশ শিকারীর মত ওঁৎ পেতে থাকে। প্রতিদিন মাদামবিবির হাট, কুমিরা বাইপাস এলাকায় যে পরিমাণ গাড়ি ধরা হয় তার চার ভাগের এক ভাগও গাড়ির বিরুদ্ধে মামলা দায়ের হয় না বলে জানা গেছে।

হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার গোলাম মোহাম্মদ এসব অভিযোগ অস্বীকার করে জানান, এসব কথা মিডিয়ার মন গড়া। পুরোটাই মিথ্যা, বানোয়াট অভিযোগ। তিনি আরো জানান, হাইওয়ে পুলিশ তার দায়িত্ব পালন করেই সময় পায় না, চাঁদাবাজি করবে কখন?



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি