রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


নারী নেতৃত্বে আমাদের সময় মিডিয়া গ্রুপের কার্যক্রম


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক:

‘নারী তুমি অধিকার নিয়েই জন্মেছো সুতরাং অধিকার নয়, হননের বিরুদ্ধে সোচ্চার হও’- এই নীতিকে ধারণ করে আমাদের সময় মিডিয়া গ্রুপের সকল সদস্য নারীদের নেতৃত্বে যথারীতি তাদের কার্যক্রম শুরু করেছেন। বিশ্ব নারী দিবস উপলক্ষে ৮ মার্চ (বুধবার) নাঈমুল ইসলাম খান সম্পাদিত আমাদের সময় ডটকম, আমাদের অর্থনীতি, আওয়ার টাইমসহ সকলকর্মকা-ের নেতৃত্ব দিচ্ছেন নারী কর্মীরা।

আজকের এই দিনে কর্মস্থলে এসে সকলেই একে অপরকে বিশ্ব নারী দিবসে শুভেচ্ছা জানানোর মাধ্যমে প্রত্যেকে তার  নিজ নিজ কাজ বুঝিয়ে দিচ্ছেন নারী কর্মীরা।। এছাড়াও  আয়োজন করেন নারী দিবস নিয়ে আলোচনা সভার।

সভায় সংবাদকর্মী সারীফা রিমু বলেন, নারী দিবস প্রতি বছর ৮ মার্চ তারিখে পালিত হয়। সারা বিশ্বব্যাপী নারীরা একটি প্রধান উপলক্ষ হিসেবে এই দিবস উদযাপন করে থাকেন। বিশ্বের এক এক প্রান্তে নারীদিবস উদযাপনের প্রধান লক্ষ্য এক এক প্রকার হয়। কোথাও নারীর প্রতি সাধারণ সম্মান ও শ্রদ্ধা উদযাপনের মুখ্য বিষয় হয়, আবার কোথাও মহিলাদের  আর্থিক, রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠাটি বেশি গুরুত্ব পায়। আসলেই নারী দিবসটি মূলত হলো সেই দিন যেখানে যেটির সংকট আছে তা নিয়ে সোচ্চার হওয়া এবং বছরের প্রতিটি সময় এই দিনটি মনে ধারণ করে সংকট কাটিয়ে সামনে এগিয়ে যাওয়া।

এর আগে  মঙ্গলবার (৭ মার্চ) বেলা ১১ টায় নিয়মিত বৈঠকে নারী নেতৃত্বের এই সিদ্ধান্ত দেন প্রতিষ্ঠান কর্ণধার নাঈমূল ইসলাম খান।

নারী দিবসে দায়িত্বপ্রাপ্তরা হলেন,নাসিমা খানম মন্টি, উম্মে ওয়াহাক সুইটি, নাশরাত আর্শিয়ানা চৌধুরী, প্রিয়াংকা আচার্য্য, তৃপ্তি, সারীফা রিমু, সীমা কায়সার ও লিহান লিমা। এছাড়াও আছে কর্মস্তলের নিয়োজিত সকল নারী কর্মীগণ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি