শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


বুকে ব্যাথা মানেই হার্ট অ্যাটাক নয়


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক:

বুকে ব্যাথা অনূভব হলেই হার্ট অ্যাটাকের ভয় ধরে যায় আমাদের। আসলে বুকে ব্যাথা এমন এক অবস্থা যা আসলে বেশির ভাগ সময় হার্ট অ্যাটাকের লক্ষ্মণ। হার্ট অ্যাটাকের সময় বুকে গভীর ব্যথা হয় এবং তা গলা, বাহু, মুখের চোয়ালে ছড়িয়ে যায়। শুয়ে থাকলে ব্যথা আরো বেশি হয়। তাই আমাদের বুঝতে হবে কোনটি হার্ট অ্যাটাকের লক্ষ্মণ আর কোনটি নয়।

১. আমরা প্রায়ই এসিড রিফ্ল্যাক্স-এ ভুগি যা হার্ট বার্ন নামেও পরিচিত। পাকস্থলীর এসিড খুব বশি পরিমাণে এসিডিক হয়ে থাকে যা আমাদের বুকে অনেক সময় জ্বালা পোড়া বা ব্যথার অনূভূতি সৃষ্টি করে।

২. যারা ভারি জিনিস ওঠানামা করে তাদের বুকের পেশীতে ব্যথার সৃষ্টি হয়।

৩. অনেক সময় হৃৎপি-ের রক্ত চলাচলের নালী ব্লক হয়ে গেলে রক্ত ও অক্সিজেন চলাচলে ব্যঘাত ঘটলেও যা হৃৎপিন্ডের পেশীতে ব্যাথার সৃষ্টি করে। এটা হৃৎপিণ্ডের স্থায়ী ক্ষতি করে না।

৪. ফুসফুসের কোনো রোগ যা হৃৎপি-ের আশেপাশের কোষের প্রদাহর কারণে হয় এবং এতেও প্রচ- ব্যথা হতে পারে।

৫. নিউমোনিয়া বা ভাইরাল অ্যাটাকের কারণে মানুষের ফুসফুসে প্রদাহ, কাশি, ইনফেকশন হতে পারে যা থেকে প্রচ- বুকে ব্যাথা হয়



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি