রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


আযানের সূচনা হলো যেভাবে


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক:

একটি হাদিসে এসেছে, মদীনায় আসার পর মুসলমানরা যখন একসঙ্গে সমবেত হতেন তখন তারা সালাতের সময়ের প্রতীক্ষা করতেন। তখন সালাতের জন্য ডাকাডাকি হতো না। একদিন তারা এ নিয়ে আলোচনা করলেন। কেউ বলল, তোমরা নাসারাদের মতো ঘণ্টার অনুসরণ কর। কেউ বলল না, বরং হর্ন গ্রহণ কর, ইহুদিদের শিঙ্গার মতো। ওমর (রা.) বললেন, একজন লোক পাঠান, সে সালাত সালাত বলে ঘোষণা দেবে। রাসুলুল্লাহ (সা.) বললেন, “হে বেলাল, তুমি দাঁড়াও, অতঃপর সালাতের ঘোষণা দাও।” (বোখারি ও মুসলিম)

আযানের সূচনা

রাসুলুল্লাহ (সা.) মহান চিন্তায় ছিলেন, মানুষদের কিভাবে সালাতের জন্য উপস্থিত করা হবে! অবশেষে আল্লাহর বিধান চলে আসে। আবু উমাইর বিন আনাস তার কোন আনসারী চাচা থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন, “রাসূলুল্লাহ (সা.) সালাতের বিষয় নিয়ে খুব চিন্তা করলেন, এ জন্য তিনি কিভাবে মানুষদের জমায়েত করবেন? তাকে বলা হলো, যখন নামাজের সময় হবে একটি পতাকা উত্তোলন করবেন, এ পতাকা দেখে একে অপরকে আহবান করবে। এ উত্তরে তিনি সন্তুষ্ট হলেন না। অতঃপর তার কাছে হর্ন বাজানোর কথা বলা হলো। জিয়াদ বললেন, ইহুদিদের হর্ন। এ উত্তরেও তিনি সন্তুষ্ট হলেন না। তিনি বললেন, এটা ইহুদীদের কর্ম। অতঃপর তাকে ঘণ্টার কথা বলা হলো। তিনি বললেন, এটা নাসারাদের কর্ম।

এ চিন্তায় গভীরভাবে নিমগ্ন হয়ে আব্দুল্লাহ বিন জায়েদ বিন আবদে রাব্বি বাড়ি ফিরলেন। তাঁকে স্বপ্নে আযান দেখানো হলো। তিনি রাসুলুল্লাহ (সা.) এর কাছে গেলেন এবং তাঁকে আযান বিষয়ে স্বপ্ন সম্পর্কে সংবাদ দিলেন। তিনি রাসুলুল্লাহ (সা.) কে বললেন, হে আল্লাহর রাসুল, অর্ধ ঘুম ও নিদ্রাবস্থায় ছিলাম, আমার কাছে এক আগমনকারী এলো অতঃপর আমাকে আযান দেখালো। তিনি বলেন, ওমরও তার পূর্বে এ স্বপ্ন দেখেছে, তিনি তা বিশ দিন গোপন রাখেন। এরপর রাসুলুল্লাহ (সা.) কে জানান।

রাসুলুল্লাহ বললেন, “তুমি আমাকে কেন সংবাদ দাওনি ?” বললেন, আব্দুল্লাহ বিন জায়েদ আমার আগে বলে ফেলেছে, তাই আমার বলতে লজ্জা বোধ হলো। রাসুলুল্লাহ (সা.) বললেন, “হে বেলাল, দাঁড়াও, দেখ আব্দুল্লাহ বিন জায়েদ কি বলে, তুমি তার অনুসরণ কর।” তিনি বললেন, অতঃপর বেলাল আযান দিল। আবু বিশর বলেন, আবু উমাইর আমাকে বলেছে, আনসারগণের ধারণা, সেদিন যদি আব্দুলাহ বিন জায়েদ অসুস্থ না হতেন, তাহলে রাসুলুল্লাহ (সা.) তাকেই মুয়ায্যিন বানাতেন।” (আবু দাউদ)

পবিত্র কুরআনে আল্লাহপাক আযান সম্পর্কে ইরশাদ করেছেন, “হে লোকসকল, যারা ঈমান এনেছো, জুম’আর দিন যখন নামাযের জন্য তোমাদের ডাকা হয় তখন আল্লাহর যিকরের দিকে ধাবিত হও এবং বেচাকেনা ছেড়ে দাও। এটাই তোমাদের জন্য বেশি ভাল যদি তোমাদের জ্ঞান থাকে।” (জামা:০৯)



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি