শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


সৌদি বাদশাহর আগমনে বালিদ্বীপের দেবদেবীদের নগ্নমূর্তি ঢাকা হয়নি


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক:

সৌদি বাদশাহ সালমান ইন্দোনেশিয়া সফরে রয়েছেন। এখন তিনি আছেন দেশটির বালি দ্বীপে। তবে তার সম্মানে ঢাকা হয়নি বালি দ্বীপের হিন্দু দেবদেবীদের মূর্তিগুলো এবং স্ট্যাচুগুলো।

ইন্দোনেশিয়া প্রেসিডেন্ট জোকো ইউদোদো যখন বোগর রাজপ্রাসাদের সৌদি বাদশাহর সঙ্গে দেখা করেন তখন সেখানকার স্ট্যচুগুলো তার সম্মানে ঢেকে রাখা হয়েছিল। কিন্তু, বালি দ্বীপের হিন্দু সম্প্রদায়ের লোকজন তাদের দেবদেবীগুলো ঢেকে রাখতে অস্বীকৃতি জানায়।

বালির স্থানীয় গভর্নর দেবা মহেন্দ্র জানিয়েছেন, আমরা কোনো মূর্তি ঢেকে রাখবো না। কারণ, এটা আমাদের সংস্কৃতি। বিভিন্ন দেশে সৌদি আরবের বাদশাহ সফরে গেলে তা প্রতি সম্মান জানিয়ে মূর্তি ঢেকে রাখা একটা প্রচলিত রীতি। কারণ ইসলাম ধর্মে মূর্তি-প্রদর্শন নিষিদ্ধ।

অন্যান্য দেশ মুসলিম নেতাদের সম্মানার্থে তাদের স্ট্যাচুগুলো ঢেকে রাখে। গত বছর ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি যখন রোম সফরে গিয়েছিলেন তখন ইতালির রুম জাদুঘরের ঐতিহ্যবাহী নগ্নমূর্তিগুলো তার সম্মানে ঢেকে রাখা হয়েছিল।

উল্লেখ্য, সৌদি বাদশাহ সালমান এশিয়ায় মাসব্যাপী দীর্ঘ সফরে আছেন। মালয়েশিয়া ঘুরে এখন তিনি বালিদ্বীপে আছেন। এখান থেকে তিনি জাপান, চীন এবং মালদ্বীপ যাওয়ার কথা রয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি